রামপুরায় নির্মাণশ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
রাজধানীর রামপুরায় রুমান সরদার (২০) নামে এক নির্মাণশ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার দুপুরে রিয়াজবাগ তিন নম্বর গলির একটি বাসা থেকে দরজা ভেঙে ফ্যানের হুকের সঙ্গে ঝুলন্ত অবস্থায় ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়।
বরিশালের আগৈলঝড়া উপজেলার দত্তেরাবাদ গ্রামের শাহাদাৎ সরদার ও রুমা বেগমের ছেলে রুমান।
রুমানের ভাই সাগর বলেন, ‘তিন বছর আগে সুরাইয়া বেগমকে বিয়ে করেন রুমান। তাদের দেড় বছরের এক মেয়ে রয়েছে। প্রেম করে বিয়ে করায় তাদের সঙ্গে আমাদের কোনো যোগাযোগ ছিল না।’
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
তিনি আরও বলেন, ‘১০/১২ দিন আগে সুরাইয়া তার মেয়েকে নিয়ে গ্রামের বাড়ি চলে যান।’
রামপুরা থানার উপ-পরিদর্শক (এসআই) কামরুল হাসান জানান, আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢামেক হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধরনা করা হচ্ছে পারিবারিক কলহের জের ধরে তিনি আত্মহত্যা করেছেন।
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?