ফার্মগেটে ককটেল বিস্ফোরণ

অনলাইন ডেস্ক
০২ ডিসেম্বর ২০২৩, ২০:২৭
শেয়ার :
ফার্মগেটে ককটেল বিস্ফোরণ

রাজধানীর ফার্মগেট এলাকায় দুটি ককটেল বিস্ফোরণ করেছে দুর্বৃত্তরা। বিস্ফোরণে যানজটে দাঁড়িয়ে থাকা একটি মোটরসাইকেলের দুই আরোহী আহত হয়েছেন। 

আজ শনিবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে ফার্মভিউ সুপারমার্কেটের সামনে ব্যস্ত সড়কে যানজটের মধ্যে পাঁচ সেকেন্ডের ব্যবধানে ককটেল দুটির বিস্ফোরণ করে দুর্বৃত্তরা। আহতদের নাম পরিচয় জানা না গেলেও তাদের মধ্যে একজন বিদ্যুৎ বিভাগের কর্মী বলে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করে তেজগাঁও থানার পরিদর্শক (তদন্ত) সরোয়ার আলম খান বলেন, ‘ককটেল বিস্ফোরণের কথা শুনেছি। পুলিশের একটি টিম ঘটনাস্থলে রয়েছে।’