‘আপনি একা নন’
টিভি অভিনয়শিল্পীদের সংগঠন অভিনয়শিল্পী সংঘ। সদস্যদের সেবায় নানা ধরনের কার্যক্রম পরিচালনা করে আসছে এই সংগঠনটি। সুস্থ ও সুন্দর কাজের পরিবেশ নিশ্চিত, পেশাগত নানা সমস্যা মোকাবিলায় সংগঠনটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
অভিনেতা আহসান হাবীব নাসিম এর সভাপতি, সাধারণ সম্পাদক হিসেবে আছেন অভিনেতা রওনক হাসান। এ ছাড়াও একঝাঁক উদ্যমী ও সাংগঠনিক শিল্পীদের নিয়ে বর্তমান কমিটি বেশ কিছু সফল ভূমিকার দৃষ্টান্ত রেখেছে। সম্প্রতি শিল্পীদের নিয়ে তৈরি হওয়া বেশ কিছু সংকট তারা মোকাবিলা করেছেন বুদ্ধিমত্তার সঙ্গে।
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
সদস্যদের জন্য অভিনয়শিল্পী সংঘের একটি বার্তা সম্বলিত ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে। অনেক শিল্পীরাই সেটি শেয়ার করছেন। সেখানে ‘আপনি একা নন’ বলে শিল্পীদের প্রতি বার্তা দিয়েছে সংগঠনটি।
আরও পড়ুন:
নানাকে নিয়ে পরীর আবেগঘন পোস্ট
সেই ছবিতে শিল্পীদের উদ্দেশ্যে লেখা, ‘প্রিয় অভিনয়শিল্পী, যে কোনো সংকটে আমরা আপনার পাশে আছি, থাকব। আমাদের লিগ্যাল উইংস আছে, আইসিটি সেল আছে। শারীরিক ও মানসিক স্বাস্থ্য সুরক্ষা ও পরামর্শের সুযোগ আছে। আপনি একা নন।’
আরও পড়ুন:
‘এভাবে বিয়ে করা নাকি অর্থহীন’