ফেনী-৩ আসনে লড়বেন বাবা-ছেলে ও স্বামী-স্ত্রী

দাগনভূঞা (ফেনী) প্রতিনিধি
০২ ডিসেম্বর ২০২৩, ১৬:৩৫
শেয়ার :
ফেনী-৩ আসনে লড়বেন বাবা-ছেলে ও স্বামী-স্ত্রী

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-৩ আসনে (দাগনভূঞা-সোনাগাজী) দলীয় ও স্বতন্ত্র মিলিয়ে মোট ১৪ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এদের মধ্যে বাবা-ছেলে ও স্বামী-স্ত্রীর মনোনয়নপত্রও রয়েছে। ভোটের মাঠে স্বজনদের এমন যুদ্ধে চলছে নানা আলোচনা-সমালোচনা ও হাস্যরসাত্মক প্রতিক্রিয়া।

এদের মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী যুবলীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য আবুল বাশার ও তার ছেলে স্বতন্ত্র প্রার্থী কেন্দ্রীয় যুবলীগ নেতা ইঞ্জিনিয়ার ইশতিয়াক আহম্মেদ সৈকত। অপরদিকে এ আসনের সাবেক সংসদ সদস্য আওয়ামী লীগ নেতা হাজী রহিম উল্লাহ ও তার স্ত্রী পারভিন আক্তার মনোনয়নপত্র জমা দেন। এ চারজনের মধ্যে আওয়ামী লীগরে মনোনয়ন পেয়েছেন মো. আবুল বাশার। বাকিরা স্বতন্ত্র প্রার্থী। বাবা-ছেলে এবং স্বামী ও স্ত্রী একই আসনে প্রার্থী হওয়ায় নির্বাচনী এলাকাজুড়ে চলছে আলোচনা।

এ আসনের সাবেক সংসদ সদস্য আওয়ামী লীগ নেতা হাজী রহিম উল্লাহ স্ত্রীর মনোনয়নপত্র দাখিল প্রসঙ্গে বলেন, ‘ভোটে অংশগ্রহণ সকলের নাগরিক অধিকার। ঘরে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে না পারলে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয়। তিনি ভোটযুদ্ধে থাকলে আমি তার অধিকারকে সম্মানের চোখে দেখব।’

আওয়ামী লীগ মনোনীত প্রার্থী যুবলীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য আবুল বাশার তার ছেলের মনোনয়ন দাখিল প্রসঙ্গে বলেন, এ বিষয় মন্তব্যের সময় আসেনি। অপেক্ষা করুন।