আরও সেনা নিয়োগের ঘোষণা পুতিনের

আন্তর্জাতিক ডেস্ক
০২ ডিসেম্বর ২০২৩, ১৩:২৩
শেয়ার :
আরও সেনা নিয়োগের ঘোষণা পুতিনের

আরও ১ লাখ ৭০ হাজার সেনাসদস্য নিয়োগের ঘোষণা দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এই নিয়ে দেশটিতে মোট রুশ সেনার সংখ্যা হবে ১৩ লাখ ২০ হাজার। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

গত বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর প্রায় দুই বছর ধরে চলছে দেশ দুইটির সংঘাত। এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে। তবে যুদ্ধ বন্ধে এখন পর্যন্ত কোনো লক্ষণ নেই।

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, বহিঃশত্রুর হামলার হুমকি বিশেষ করে ন্যাটোর সম্প্রসারণ রোধে তারা এই পদক্ষেপ নিয়েছে। মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাীশত এক বিবৃতিতে বলা হয়, পর্যায়ক্রমে এই সেনাদের নিয়োগ দেওয়া হবে।

এদিকে বৃহস্পতিবার রাতভর রাশিয়া ইউক্রেনের ডনেটস্ক অঞ্চলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। হামলায় চার শিশুসহ দশজন আহত হয়েছে।