ঢাকার আজ কোথায় কী আয়োজন

অনলাইন ডেস্ক
০২ ডিসেম্বর ২০২৩, ০৮:৫৫
শেয়ার :
ঢাকার আজ কোথায় কী আয়োজন

প্রতিদিন রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তে আয়োজন করা হয় নানা ধরনের কর্মসূচি। এর মধ্যে শিল্প-সংস্কৃতি, রাজনীতি অথবা রাষ্ট্রীয় অনুষ্ঠান অন্যতম। প্রতিদিন সকালে জেনে নিন কোথায় কী আয়োজন।

আজ শনিবার ঢাকার কোথায় কী আয়োজন রয়েছে, চলুন একনজরে দেখে নেওয়া যাক-

ঢাবিতে কর্মসূচি:

স্বপ্নের মেট্রোরেলের টিএসসি স্টেশন চালু উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীরা ‘মেট্রো এট টিএসসি: থ্যাংক ইউ শেখ হাসিনা’ প্রোগ্রামের আয়োজন করেছে। সকাল ১০টায় রাজু ভাস্কর্য থেকে আনন্দ শোভাযাত্রার মাধ্যমে অনুষ্ঠান শুরু হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে গান পরিবেশন, মনোমুগ্ধকর নৃত্য পরিবেশন, সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের প্ল্যাকার্ড, পোস্টার ও ভিজ্যুয়াল প্রদর্শনী, রাজু ভাস্কর্যের পাদদেশে আলপনা অঙ্কন, আর্ট ক্যাম্প, অ্যাকশন পেইন্টিং, গণস্বাক্ষর কর্মসূচি, রঙ্গ উৎসব ইত্যাদির সমন্বয়ে তৈরি এ অনুষ্ঠানে অংশগ্রহণ করবে ঢাবি শিক্ষার্থীরা।

বাহাউদ্দিন নাছিমের কর্মসূচি:

বিকেল ৪টায় পল্টন কমিউনিটি সেন্টারে ১৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি মরহুম কাজী গোলাম কুদ্দুস নবীর রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। এতে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা সভাপতি কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম।

বিএনএমের কর্মসূচি:

বিকেল ৩টায় গুলশানে দলে যোগদান ও দ্বাদশ সংসদ নির্বাচন নিয়ে ব্রিফ করবে বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম)।

শান্তিচুক্তি বিষয়ক কর্মসূচি:

সকাল সোয়া ১০টায় ঢাকায় মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে পার্বত্য শান্তিচুক্তির ২৬তম বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি ও বাংলাদেশ আদিবাসী ফোরামের সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা।