তারা শুধু ছুটির দিনেই ছিনতাই করে

অনলাইন ডেস্ক
০১ ডিসেম্বর ২০২৩, ২২:২৮
শেয়ার :
তারা শুধু ছুটির দিনেই ছিনতাই করে

রাজধানীর মিরপুরে ছিনতাইয়ের প্রস্তুতি নেওয়ার সময় তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন মো. হৃদয়, মো. রুমান ও মো. সুজন। আজ শুক্রবার ভোরে মিরপুর-১০ নম্বর সেকশনের ঝুটপট্টির রাব্বানী হোটেলের সামনে এ অভিযান চালানো হয়। 

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন বলেন, গ্রেপ্তাররা মিরপুরের চিহ্নিত ছিনতাইকারী। তাদের মধ্যে সুজন ও রুমান পোশাকশ্রমিক। হৃদয় সিএনজিচালিত অটোরিকশার চালক। তারা শুধু ছুটির দিনেই ছিনতাই করে। সাধারণত বৃহস্পতিবার রাত এবং শনিবার ভোরের সময়টি তাদের প্রধান টার্গেট। বৃহস্পতিবার রাতে অনেকেই ঢাকা ছেড়ে বাড়ি যান, আবার অনেকেই ঢাকায় আসেন। এই যাত্রীদেরই টার্গেট করে তারা। তাই ওই দুই দিন সারারাতই তারা ঘুরে বেড়ায় এবং টার্গেট ঠিক করে। কোনো যাত্রীকে একা পেলে ছুরিকাঘাতের ভয় দেখিয়ে সব কেড়ে নিয়ে পালায়। 

আজ শুক্রবার ভোরেও তারা এমন যাত্রীর অপেক্ষায় ছিল। ভোর ৫টায় রাব্বানী হোটেলের সামনে তাদের ঘোরাফেরা করতে দেখে পুলিশের সন্দেহ হয়। থামতে বললে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা চালায়। তাদের আটকের পর তল্লাশি করে তিনটি ছুরি উদ্ধার করা হয়।