প্রিয় গানের কথা জানালেন শাহরুখ খান

বিনোদন ডেস্ক
০১ ডিসেম্বর ২০২৩, ২০:০৮
শেয়ার :
প্রিয় গানের কথা জানালেন শাহরুখ খান

নতুন সিনেমা নিয়ে হাজির হচ্ছেন বলিউড সুপারস্টার শাহরুখ খান। ‘ডাঙ্কি’ নামের এ সিনেমায় অরিজিৎ সিংয়ের গাওয়া ‘লুট পুট গায়া’ প্রকাশ্যে আসার পর তা ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। এবার দ্বিতীয় গান প্রকাশ্যে আনলেন শাহরুখ খান। জানালেন এটি তার প্রিয় গান।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়, আজ শুক্রবার ‘ডাঙ্কি’র দ্বিতীয় গান প্রকাশ্যে আনেন শাহরুখ। সোনু নিগামের গাওয়া ‘নিকলে থে কভি হাম ঘরসে’ শিরোনামের গানটির গীতিকার জাভেদ আখতার। গানটি সুর করেছেন ও সংগীত পরিচালনা করেছেন প্রীতম।

এই গান শেয়ার করে শাহরুখ লেখেন, ‘আজ হঠাৎ করেই মনে পড়ল তাই আপনাদের সঙ্গে গানটা ভাগ করে নিলাম। রাজু (পরিচালক রাজকুমার হিরানি) আর সোনু- নাম দুটো শুনলেই মনে হয় আপনাদেরই একজন কেউ। আর এই গানটা তো তারা দুজনে বানিয়েছেন, তাই এটাও তো আপনজনের গান। এই গানটা আপনজনের স্মৃতি ভিড় করা গান, নিজের দেশের মাটির গান, দেশমাতৃকাকে জড়িয়ে যে আরাম মেলে সেই অনুভূতির গান।’

এরপর আবেগতাড়িত বলিউড অভিনেতা লেখেন, ‘আমরা সবাই কখনো না কখনো নিজের গ্রাম থেকে শহর থেকে দূরে চলে গিয়ে…নিজের জীবন গড়ে তুলেছি, কিন্তু মনটা তো সেই ঘরেই পড়ে থাকে… দেশে পড়ে থাকে, ডাঙ্কি থেকে আমার সবচেয়ে প্রিয় গান…।’

‘ডাঙ্কি’তে হার্ডির চরিত্রে অভিনয় করছেন শাহরুখ। সিনেমায় তার নায়িকা তাপসী পান্নু। এতে আরও অভিনয় করেছেন বিক্রম কোচার), সুনীল গ্রোভার, ভিকি কৌশল প্রমুখ। আগামী ২১ ডিসেম্বর মুক্তি পাবে ‘ডাঙ্কি’।

চলতি বছর ইতোমধ্যেই হাজার কোটি টাকা আয় করা দুটি সিনেমা উপহার দিয়েছেন শাহরুখ। ‘পাঠান’, ‘জওয়ান’-এর পর এবার ‘ডাঙ্কি’ নিয়ে হাজির হচ্ছেন তিনি। প্রথমবার রাজকুমার হিরানির ছবিতে অভিনয় করলেন শাহরুখ। ‘থ্রি ইডিয়ট ‘, ‘মুন্নাভাই’ সিরিজ, ‘সঞ্জু’র মতো ব্লকবাস্টার ছবির পরিচালক হিরানি।