গণতন্ত্রের লড়াইয়ে বিএনপি অবশ্যই বিজয়ী হবে: নজরুল ইসলাম খান
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, ‘দমন-পীড়ন করে কখনো গণবিরোধী সরকার টিকে থাকতে পারেনি, এ সরকারও পারবে না। গণতন্ত্রের লড়াইয়ে বিএনপি অবশ্যই বিজয়ী হবে।’
আজ শুক্রবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে এক শ্রমিক সমাবেশে তিনি এসব কথা বলেন।
বিএনপির এই নেতা বলেন, ‘জোর করে আন্দোলন বন্ধ করে যাবে না। যারা আন্দোলন করে তাদের মামলা দিয়ে কারাবন্দি করে রেখেছে। গায়েবি মামলা বন্ধ করে অন্যায়ভাবে গ্রেপ্তার নেতাকর্মীদের মুক্তি দিতে হবে।’
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
তিনি বলেন, ‘আগামী দিনের লড়াই ভোট ও ভাতের অধিকারের লড়াই।’
বর্ষীয়ান বিএনপির এই নেতা বলেন, ‘দেশে গণতন্ত্র নেই বলে সব শ্রেণি পেশার মানুষ নিজেদের অধিকার থেকে বঞ্চিত। অতীতেও মানুষ তাদের অধিকার হারিয়েছে, আবার তা আন্দোলনের মাধ্যমে ফিরিয়ে এনেছে, শিগগিরই ঐক্যবদ্ধ আন্দোলনে মানুষ এবারও তাদের অধিকার আদায় করবে।’
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?
বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ‘শ্রমিকের মজুরি যা বাড়ে জিনিসপত্রের দামসহ জীবনযাত্রার ব্যয় বাড়ে তার চেয়ে বেশি। সরকার বাজার নিয়ন্ত্রণে ব্যর্থ। শ্রমিকদের অধিকার রক্ষায় ব্যর্থ।’
সমাবেশে আরও বক্তব্য রাখেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর, জেএসডির সাধারণ সম্পাদক শহিদ উদ্দীন মাহমুদ স্বপন প্রমুখ।