বিএনপির কেন্দ্রীয় আরেক নেতা বহিষ্কার
দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে দলের নির্বাহী কমিটির আরও এক নেতাকে বহিষ্কার করেছে বিএনপি। আজ শুক্রবার দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য শাহ শহীদ সারোয়ার দলের বিরুদ্ধে অবস্থান নিয়ে গুরুতর দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেছেন। বিএনপির গঠনতন্ত্র মোতাবেক শাহ শহীদ সারোয়ারকে দলের প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হলো।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
এর আগে দলীয় সিদ্ধান্ত অমান্য করার কারণে বৃহস্পতিবার দলের ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার শাহজাহান ওমরসহ ডজন খানেক নেতাকে বহিষ্কার করেছে বিএনপি।
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?