শুক্রবার কোথায় কী আয়োজন
প্রতিদিন রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তে আয়োজন করা হয় নানান ধরনের কর্মসূচি। এর মধ্যে শিল্প-সংস্কৃতি, রাজনীতি অথবা রাষ্ট্রীয় অনুষ্ঠান অন্যতম। প্রতিদিন সকালে জেনে নিন কোথায় কী আয়োজন।
আজ শুক্রবার কোথায় কী আয়োজন রয়েছে, চলুন দেখে নেয়া যাক;
ঢাবিতে কর্মসূচি:
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
মহান বিজয় দিবস ২০২৩ উদ্যাপন উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উদ্যোগে বিজয় র্যালি অনুষ্ঠিত হবে। বেলা পৌনে ১১টায় উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামালের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের সিনেট-সিন্ডিকেট সদস্য, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের এ বিজয় র্যালি স্মৃতি চিরন্তন চত্বর (উপাচার্য ভবন সংলগ্ন রাস্তা) থেকে বের হয়ে সোহরাওয়ার্দী উদ্যানের স্বাধীনতা চত্বরে গিয়ে শেষ হবে। র্যালি শেষে স্বাধীনতা চত্বরে উপাচার্য বক্তব্য রাখবেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় সংগীত বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে দেশাত্ববোধক গান (মুক্তির গান ও বিজয়ের গান) পরিবেশিত হবে।
সালমান এফ রহমানের কর্মসূচি:
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?
বিকেল ৪টায় আর্মি স্টেডিয়ামে বিজিএমইএ ফুটবল টুর্নামেন্ট-২০২৩ অনুষ্ঠিত হবে। বিজিএমইএ’র সভাপতি ফারুক হাসানের সভাপতিত্বে প্রধানমন্ত্রীর বেসরকারি বিনিয়োগ ও শিল্প উপদেষ্টা সালমান এফ রহমান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
রেলওয়ের কর্মসূচি:
রাত পৌনে ১০টায় ঢাকা-কক্সবাজার রেলপথে ‘কক্সবাজার এক্সপ্রেস’ ঢাকা রেলওয়ে স্টেশন থেকে ছাড়ার সময় বাংলাদেশ রেলওয়ে মহাপরিচালক মো. কামরুল আহসান উপস্থিত থেকে কক্সবাজারগামী যাত্রীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় এবং সংবাদিকদের সঙ্গে মতবিনিময় করবেন। এর আগে বেলা ১১টায় রেলসচিব ড. হুমায়ুন কবির কক্সবাজার আইকনিক রেলস্টেশন থেকে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের বাণিজ্যিক উদ্বোধন করবেন। এরপর নতুন ট্রেন ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করবে।