শিল্পকলায় আজ বিজয়ের উল্লাস

তারেক আনন্দ
০১ ডিসেম্বর ২০২৩, ০০:০০
শেয়ার :
শিল্পকলায় আজ বিজয়ের উল্লাস

শুরু হলো বিজয়ের মাস। বিজয়ের মাসে শিল্পকলায় আজ দেশাত্মবোধক গান নিয়ে অনুষ্ঠিত হচ্ছে ‘বিজয়ের উল্লাস’। সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় ও জাতীয় শিল্পকলা একাডেমির পৃষ্ঠপোষকতায় নূর ক্রিয়েশনসের আয়োজনে মুরাদ নূরের সুরে, শেখ সাদী খানের সংগীত পরিচালনায় পাঁচটি মৌলিক দেশাত্ববোধক গান প্রকাশ হচ্ছে আজ। ‘বিজয়ের উল্লাস’ শিরোনামের গানে কণ্ঠ দিয়েছেন মোমিন বিশ্বাস, গানের কথা লিখেছেন কিংবদন্তি গীতিকবি মোহাম্মদ রফিকউজ্জামান। ‘বিজয়ের দিন’ গানটি গেয়েছেন স্মরণ। গানের কথা লিখেছেন ডা. রুখসানা পারভীন। ‘নাম বাংলাদেশ’ গানের কথা লিখেছেন গোলাম মোর্শেদ, কণ্ঠ দিয়েছেন সাব্বির জামান। ‘আমার বাংলাদেশ’ শিরোনামের গানটির কথা লিখেছেন শহীদুল্লাহ ফরায়জী। কণ্ঠ দিয়েছেন মাটি রহমান ও ‘হাসবে বাংলাদেশ’ গানের কথা রাসেল আশেকীর। কণ্ঠ দিয়েছেন আতিক বাবু, আলতাফ হোসেন, মোমিন বিশ্বাস, মাটি রহমান ও স্মরণ।

উপমহাদেশের প্রখ্যাত সুরকার-সংগীত পরিচালক শেখ সাদী খান। তরুণ প্রজন্মের জনপ্রিয় সুরকার মুরাদ নূরের সমন্বয়ে এই পাঁচটি দেশাত্মবোধক গানের সৃষ্টি। গানগুলোর কণ্ঠধারণ করা হয় ফোকাস ও শৈল্পিক স্টুডিওতে। শিল্পকলার সংগীতশালা মিলনায়তনে সংস্কৃতি অঙ্গনের মানুষদের উপস্থিতিতে বিকাল ৪টায় শুরু হবে এ অনুষ্ঠান। এতে প্রধান অতিথি থাকবেন সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী কেএম খালিদ এমপি। অনুষ্ঠানের উদ্বোধন করবেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী। সভাপতিত্ব করবেন প্রখ্যাত সংগীত পরিচালক শেখ সাদী খান। অনুষ্ঠানের আহ্বায়ক বদিউল আলম খোকন।

শেখ সাদী খান বলেন, ‘নূর আমাকে গুরু ডাকে, আমিও তাকে ছায়া দিয়ে রাখি, পছন্দ করি। তার সৃষ্টিশীলতার আগ্রহ, শেখার প্রচেষ্টা আমাকে মুগ্ধ করে। কথার সঙ্গে সমন্বয় করে সুর করার চেষ্টা করেছে, তরুণরাই তো আমাদের ঐতিহ্যের সংস্কৃতিকে এগিয়ে নেবে। নূরকে দোয়া ও ভালোবাসা। সবাই পরীক্ষিত কণ্ঠশিল্পী। নিশ্চয়ই ভালো কিছু হবে।’

সুরকার মুরাদ নূর বলেন, ‘আমার সংগীতগুরু শেখ সাদী খানের নামের সঙ্গে সৃষ্টিশীলতায় যুক্ত হব এটি আমার দীর্ঘদিনের স্বপ্ন। আমার সেই স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। এই স্বপ্নপূরণে সংশ্লিষ্ট সবাই পাশে থাকায়, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। গুরুশিষ্য দেশের গান বেঁধে ইতিহাস শুরু করছি, এটিই গর্বের।’

মোমিন বিশ্বাস বলেন, “বরেণ্য গীতিকবি মোহাম্মদ রফিকউজ্জামানের গীতিকবিতায় একটি পূর্ণাঙ্গ দেশের গান গাওয়ার স্বপ্ন ছিল দীর্ঘদিনের। বিজয়ের উল্লাস প্রজেক্টের শিরোনাম গান ‘বিজয়ের উল্লাস’ গানটি গাইতে গিয়ে দেশের প্রতি এবং দেশের মানুষের প্রতি অন্যরকম আবেগ কাজ করেছে। বাংলাদেশ আমার কাছে অনেক গর্বের মাতৃভূমি। একই সঙ্গে মুরাদ নূরের সুর এবং বরেণ্য সুরকার শেখ সাদী খানের সংগীতায়োজন গানটিতে একটি নতুনমাত্রা যোগ করেছে।”

গানটি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে স্মরণ বলেন, ‘দেশের গান গাইতে বরাবরই অন্যরকম আবেগ কাজ করে। দেশের প্রতি সবার যেমন দায়িত্ব ও কর্তব্য আছে, তেমনি শিল্পীদেরও আছে। দেশের প্রতি গভীর মমত্ববোধ থেকেই এই গানের সৃষ্টি। গীতিকার, সুরকার, সংগীত পরিচালকসহ সবার প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা।’