নেত্রকোণায় পৃথক মামলায় ৩ জনের যাবজ্জীবন

নেত্রকোনা প্রতিনিধি
৩০ নভেম্বর ২০২৩, ২১:৩৭
শেয়ার :
নেত্রকোণায় পৃথক মামলায় ৩ জনের যাবজ্জীবন

নেত্রকোণার কলমাকান্দা উপজেলায় শিশু হত্যা ও সদর উপজেলায় মাদকের পৃথক তিন মামলায় তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত। আজ বৃহস্পতিবার দুপুরে নেত্রকোণার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এ এফ এম মারুফ চৌধুরী এ রায় ঘোষণা করেন।

যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন- পলাশ সরকার ও মো. কাইয়ুম ওরফে কিংকন এবং মঈনপুর এলাকার ইয়াসমীন আক্তার।

আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট কমলেশ কুমার চৌধুরী জানান, সুমন মল্লিকের বাড়িতে গরু চুরি করে পলাশ সরকার ধরা পড়েন। এর জের ধরে ২০১৩ সালের ২৫ আগস্ট বাড়িতে ঢুকে শিশুটিকে ছাদে নিয়ে গলা কেটে হত্যা করে পালিয়ে যান পলাশসহ তিনজন। এ ঘটনায় শিশুটির বাবা সুমন মল্লিক বাদী হয়ে ওই দিনই কলমাকান্দা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পলাশের সঙ্গে থাকা অপর দুইজন অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় তাদের শিশু আদালতে বিচার চলছে।

অপরদিকে, ২০১৮ সালের ২৭ মে নেত্রকোণা মডেল থানা এলাকায় অভিযান চালিয়ে ৫০৭ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী ইয়াসমীন আক্তারকে গ্রেপ্তার করে পুলিশ। পরে ওই থানার উপপরিদর্শক (এসআই) সোলায়মান হক বাদী হয়ে গ্রেপ্তার ইয়াসমিনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন। পুলিশ তদন্ত শেষে একই বছর আসামি ইয়াসমিনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে। 

একই বছর ২৪ জুন আরেকটি অভিযান চালিয়ে ২৩০ গ্রাম হেরোইনসহ মো. কাইয়ুম ওরফে কিংকনকে গ্রেপ্তার করে নেত্রকোণা মডেল থানা পুলিশ। পরে এসআই আব্দুল্লাহ আল মামুন কাইয়ুমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন। পুলিশ তদন্ত শেষে একই বছর আদালতে চার্জশিট দাখিল করে। উভয় মামলায় স্বাক্ষীদের স্বাক্ষ্যগ্রহণ শেষে আসামিদের বিরুদ্ধে অপরাধ প্রমাণিত হওয়ায় বিচারক এই দুইজনকেও যাবজ্জীবন কারাদণ্ড দেন।