৬ ভোট পাওয়া সুধীর যে কারণে সপ্তমবার এমপি প্রার্থী
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনে নির্বাচন করতে সপ্তমবারের মতো মনোনয়ন ফরম জমা দিয়েছেন সুধীর রঞ্জন বিশ্বাস (৭০)। গত ছয়টি জাতীয় সংসদ নির্বাচনে এক ভোট করে পেয়ে জামানত হারিয়েছেন তিনি।
সুধীর রঞ্জন বিশ্বাস উপজেলার দাউদখালী ইউনিয়নের গিলাবাদ গ্রামের বাসিন্দা। তিনি তিন ছেলে ও এক মেয়ে সন্তানের বাবা। স্ত্রীর মৃত্যুর পর থেকেই তিনি নির্বাচন করতে শুরু করেন।
আজ বৃহস্পতিবার পিরোজপুর জেলা প্রশাসকের কার্যালয়ে রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জাহেদুর রহমানের কাছে মনোনয়ন ফরম জমা দেন তিনি।
সুধীর রঞ্জন বিশ্বাস জানান, ৩০ বছর আগে ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য নির্বাচিত হন তার স্ত্রী অঞ্জলী রানী বিশ্বাস। স্ত্রীর মৃত্যুর পর থেকেই তার আত্মার সন্তুষ্টির জন্যই নির্বাচন করে আসছেন সুধীর।
সুধীর বলেন, ‘এলাকায় একজন পল্লী চিকিৎসক হিসেবে মানুষের সেবা করে আসছি। আমার প্রয়াত স্ত্রী অঞ্জলি ইউপি জনপ্রতিনিধি নির্বাচিত হয়েছিল। তার স্মৃতি রক্ষায় মৃত্যু অবধি আমি এমপি নির্বাচন করে যেতে চাই।’
এ বিষয়ে দাউদখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. ফজলুল হক খান বলেন, ‘সুধীর রঞ্জন আমার ই্উনিয়নের বাসিন্দা। ভোটে দাঁড়ানোর অধিকার তার আছে। এই বৃদ্ধ আসলে স্বাভাবিক মানুষ নন। এলাকায় তিনি নির্বাচন-পাগল বলে পরিচিত। প্রতিবার সংসদ নির্বাচনে তিনি প্রার্থী হয়ে আলোচনা সৃষ্টি করেন।’