সৌদির রাস্তায় স্ট্রোক করে বাংলাদেশির মৃত্যু
সৌদি আরবের আল কাসিম শহরের রাস্তায় স্ট্রোক করে হেলাল উদ্দিন (৪২) নামের এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। গতকাল বুধবার দিবাগত রাত ৩ টার দিকে শহরের বুরাইদাহ এলাকায় এ ঘটনা ঘটে। তিনি নিজ কর্মস্থল থেকে নাস্তা করতে হোটেলে যাচ্ছিলেন।
নিহত হেলাল উদ্দিন নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলার চরহাজারী গ্রামের ১ নম্বর ওয়ার্ডের তাজুল ইসলামের ছেলে।
নিহতের ভাই বেলাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, হেলাল উদ্দিন দীর্ঘ ২৩ বছর সৌদিতে থাকেন। কয়েকমাস আগে দেশে এসে ছুটি কাটিয়ে আবার সৌদি যান। ইচ্ছে ছিল, আর কিছু সময় থেকে একেবারে দেশে ফিরবেন। এ সময় তিনি মরদেহ দেশে আনতে সরকারের সহযোগিতা কামনা করেন।