‘নির্বাচন সুষ্ঠু না হলে সংকট সৃষ্টি হবে, ভুক্তভোগী হবেন প্রধানমন্ত্রী’

অনলাইন ডেস্ক
৩০ নভেম্বর ২০২৩, ১৭:৩৩
শেয়ার :
‘নির্বাচন সুষ্ঠু না হলে সংকট সৃষ্টি হবে, ভুক্তভোগী হবেন প্রধানমন্ত্রী’

তৃণমূল বিএনপির মহাসচিব তৈমুর আলম খন্দকার

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠু না হলে যে জাতীয় সংকট সৃষ্টি হবে, সেই সংকটের ভুক্তভোগী প্রধানমন্ত্রী শেখ হাসিনা হবেন বলে মন্তব্য করেছেন তৃণমূল বিএনপির মহাসচিব তৈমুর আলম খন্দকার। আজ বৃহস্পতিবার সকালে ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ঢাকা-৮ আসনের দলীয় প্রার্থীকে সঙ্গে নিয়ে মনোনয়নপত্র দাখিল শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন তিনি।

তৈমুর আলম খন্দকার বলেন, ‘প্রধানমন্ত্রী জাতির কাছে অঙ্গীকার করেছেন এবার নির্বাচন সুষ্ঠু ও অংশগ্রহণমূলক হবে, কিন্তু আমরা গতকালই দেখেছি সরকার দলীয় প্রার্থীরা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেছেন। তারা বড় বড় শোডাউন করে মনোনয়ন দাখিল করছেন।’

তিনি বলেন, ‘এক প্রার্থী অস্ত্র প্রদর্শন করে মনোনয়ন ফরম দাখিল করেছেন। সেসব ছবি গণমাধ্যমে প্রকাশ হয়েছে। এসব ছবি আমি প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠাব। প্রধানমন্ত্রী যে অঙ্গীকার করেছেন আমি আশা করব তিনি সেই অঙ্গীকার রক্ষা করতে সক্ষম হবেন।’

তৃণমূল বিএনপির মহাসচিব বলেন, ‘নির্বাচন যদি অবাধ ও সুষ্ঠু না হয় তাহলে জাতীয় সংকট সৃষ্টি হবে। আর এ সংকটের ভুক্তভোগী হবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।’

নারায়ণগঞ্জ-১ আসনের (রূপগঞ্জ) বর্তমান সংসদ সদস্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজীকে হারাতে পারবেন কি না- এমন প্রশ্নের জবাবে তৈমুর আলম খন্দকার বলেন, ‘কোনো ব্যক্তিকে শক্তিশালী মনে করি না। আবার ছোট করেও দেখি না। আমি আল্লাহকে সর্বময় ক্ষমতার অধিকারী বিশ্বাস করি। সুতরাং নির্বাচনে মন্ত্রী কোনো বিষয় নয়, বিষয় হলো জনগণ।’

সরকারের সঙ্গে আপনারা নাকি আসন ভাগাভাগি করেছেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘যারা এ ধরনের কথা বলছে তাদের তথ্য প্রমাণ নিয়ে হাজির হতে বলেন।’