টাকা গোনার যন্ত্র নিয়ে নেতার বাড়িতে গোয়েন্দারা

আন্তর্জাতিক ডেস্ক
৩০ নভেম্বর ২০২৩, ১৭:৩২
শেয়ার :
টাকা গোনার যন্ত্র নিয়ে নেতার বাড়িতে গোয়েন্দারা

ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার ডোমকলে দেশটির তৃণমূল বিধায়ক জাফিকুল ইসলামের বাড়িতে অভিযান চালাচ্ছেন সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন বা কেন্দ্রীয় অনুসন্ধান সংস্থার (সিবিআই) কর্মকর্তারা। ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, জাফিকুলের বাড়ি থেকে বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধার করেছে সিবিআই। তারা জাফিকুলের বাড়িতে টাকা গোনার যন্ত্র নিয়ে প্রবেশ করে।

প্রতিবেদনে বলা হয়েছে, আজ বৃহস্পতিবার সকাল থেকেই ডোমকলে স্থানীয় বিধায়ক জাফিকুলের বাড়িতে তল্লাশি শুরু করে সিবিআই। স্থানীয় সময় দুপুরে জানা যায়, বিধায়কের বাড়ি থেকে বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধার হয়েছে। সেসব টাকা গোনার জন্য যন্ত্র নিয়ে যাওয়া হয়। এত পরিমাণ নগদ টাকা কেন বিধায়কের বাড়িতে রাখা ছিল তা নিয়ে এখনও স্পষ্ট কিছু জানাননি বিধায়ক জাফিকুল।

বিধানসভার অধিবেশন চলার কারণে বর্তমানে কলকাতায় অবস্থান করছেন জাফিকুল। বৃহস্পতিবার সাত সকালে ডোমকলের বিধায়কের বাড়িতে পৌঁছায় সিবিআই কর্মকর্তারা। কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে বাড়ি ঘিরে ফেলা হয়। এরপর বাড়ির সদস্যের সঙ্গে কথা বলে ভেতরে প্রবেশ করেন সিবিআইয়ের তদন্তকারীরা। শুরু হয় তল্লাশি। 

তল্লাশি শুরুর কয়েক ঘণ্টা পর দেখা যায়, সিবিআইয়ের কয়েক জন কর্মকর্তা জাফিকুলের গ্যারাজের পেছন দিকে দু’টি ব্যাগ উদ্ধার করেছেন। তাতে ভরা রয়েছে নথি। সেই নথি আলাদা আলাদা করে খুঁটিয়ে পরীক্ষা করেন সিবিআইয়ের গোয়েন্দারা।

দুপুরের পর জানা যায়, বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধার হয়েছে বিধায়কের বাড়ি থেকে। সূত্রের খবর, জাফিকুলের বাড়ির শৌচাগার এবং শোয়ার ঘরের বাঙ্ক থেকে নগদ টাকা উদ্ধার হয়েছে। কত টাকা রয়েছে তা এখনও স্পষ্ট নয়। সূত্রের খবর, তৃণমূল বিধায়কের বাড়ির সব ঘরে এখনও তল্লাশি চালায়নি সিবিআই। শৌচালয় এবং শোয়ার ঘর থেকে নগদ উদ্ধারের পর এবার বাকি ঘরগুলোতেও তল্লাশি চালানোর কথাই ভাবছেন সিবিআইয়ের কর্মকর্তারা।