৪৮ ঘণ্টার অবরোধ ডাকল বিএনপি
সরকার পতনের এক দফা দাবিতে ফের ৪৮ ঘণ্টার অবরোধ ডেকেছে বিএনপি। আজ বৃহস্পতিবার বিকেলে এক ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
রুহুল কবির রিজভী বলেন, ‘আগামী রবিবার সকাল ৬টা থেকে মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি বিএনপির পক্ষ থেকে ঘোষণা করছি।’
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
এর আগে গতকাল বুধবার অবরোধ ও আজ বৃহস্পতিবার হরতালের ডাক দিয়েছিল বিএনপি। বুধবার সকাল ৬টা থেকে বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টার অবরোধ কর্মসূচি ছিল। আর বৃহস্পতিবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত হরতাল ঘোষণা করেছিল দলটি।
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?
এ নিয়ে তৃতীয় দফায় হরতাল ও নবম দফায় অবরোধ ডাকল বিএনপি। বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা সমমনা ও শরিক দলগুলোও এসব কর্মসূচি পালন করছে।