জেরুজালেমে বন্দুকধারীর অতর্কিত হামলা, নিহত ৩
জেরুজালেমের প্রবেশদ্বারে অতর্কিতে হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। এতে অন্তত তিনজন নিহত হয়েছে। ইসরায়েলের কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। খবর আল জাজিরার।
প্রতিবেদনে বলা হয়েছে, আজ বৃহস্পতিবার সকালে এ হামলার ঘটনা ঘটে। পুলিশের গুলিতে দুইজন হামলাকারীও নিহত হয়েছে। হামলাকারীরা সকালে অতর্কিত গুলি চালায়। ইসরায়েলের অ্যাম্বুলেন্স পরিষেবা জানিয়েছে, হামলায় অন্তত আরও ছয়জন আহত হয়েছে। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
আরও পড়ুন:
রোগীর পেটে জীবন্ত মাছি!
ইসরায়েলের জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গাভীর দাবি করেছেন, হামলাকারীরা হামাসের সদস্য। তিনি বলেছেন, ‘দুই বন্দুকধারী হামাসের সদস্য এবং তারা পূর্ব জেরুজালেমের বাসিন্দা।’
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস
এদিকে গাজায় দ্বিতীয় দফায় আরও একদিনের জন্য যুদ্ধবিরতি বাড়ানো হয়েছে। যুদ্ধবিরতির মাঝেই জেরুজালেমে এ হামলার ঘটনা ঘটল। হামাসের পক্ষ থেকে বলা হয়েছে, তারা ইসরায়েলের সঙ্গে আরও একদিন যুদ্ধবিরতিতে যেতে সম্মত হয়েছে। এ নিয়ে আগামীকাল শুক্রবার পর্যন্ত টানা সাতদিনের মতো যুদ্ধবিরতি চলবে।
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস