জামিনে মুক্ত বিএনপির ভাইস চেয়ারম্যান শাহজাহান ওমর

নিজস্ব প্রতিবেদক
২৯ নভেম্বর ২০২৩, ২৩:৩৩
শেয়ার :
জামিনে মুক্ত বিএনপির ভাইস চেয়ারম্যান শাহজাহান ওমর

বাস পোড়ানোর মামলায় কারাগার থেকে মুক্তি পেলেন বিএনপির ভাইস চেয়ারম্যান শাহজাহান ওমর। আজ বুধবার সন্ধ্যা ৬টায় কাশিমপুর কারাগার থেকে তাকে মুক্তি দেওয়া হয়। তার আইনজীবী মাসুম আহমেদ তালুকদার এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে বিকালে শুনানি করে ঢাকার প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ ফয়সাল আতিক বিন কাদের এই বিএনপি নেতার জামিন মঞ্জুর করেন। এরপর দ্রুত বেইল বন্ড পৌঁছানো হয় কারাগারে। সন্ধ্যায় মুক্তি পান শাহজাহান ওমর।

গত ২৮ অক্টোবর নয়া পল্টনে বিএনপির সমাবেশের দিন সংঘর্ষের পর ডজন তিনেক মামলা করে পুলিশ। তারপর দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ জ্যেষ্ঠ নেতাদের অনেককেই গ্রেপ্তার করে পুলিশ।

বিএনপি আমলে আইন প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করা শাহজাহান ওমরকে গত ৪ নভেম্বর ভোরে গুলশানের একটি বাসা থেকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। পরে তাকে নিউ মার্কেট থানার বাস পোড়ানোর মামলায় চার দিনের রিমান্ডে পাঠানো হয়।

বিএনপির অবরোধের মধ্যে গত ৪ নভেম্বর সন্ধ্যায় গাউছিয়া মার্কেট এলাকায় মিরপুর সুপার লিংক লিমিটেডের একটি বাসে আগুন দেওয়া হয়। ওই ঘটনায় বাসচালক বাদী হয়ে নিউ মার্কেট থানায় মামলা করেন।

রিমান্ড শেষে শাহজাহান ওমরকে গত ৯ নভেম্বর ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠান। এরপর জজ আদালতে জামিনের আবেদন করে মুক্তি পেলেন তিনি।