জাতিসংঘে ইসরায়েলের বিরুদ্ধে ভোট দিল ভারতসহ ৯১ দেশ
সিরিয়ার কাছ থেকে ইসরায়েলের দখলকৃত গোলানের নিয়ন্ত্রণ ছেড়ে দেওয়ার পক্ষে জাতিসংঘে একটি রেজ্যুলুশন পাস হয়েছে। এতে ইসরায়েলের বিরুদ্ধে ভোট দিয়েছে ভারত-রাশিয়াসহ ৯১টি দেশ, আর পক্ষে ভোট দিয়েছে আট দেশ।
ভারতীয় সংবাদমাধ্যম টাইম অব ইন্ডিয়ার খবরে বলা হয়, গতকাল মঙ্গলবার জাতিসংঘের অধিবেশনে গোলানের দখল ছেড়ে দেওয়ার প্রশ্নে রেজ্যুলেশন উত্থাপিত হয়। এতে জাতিসংঘের ১৯৩টি সাধারণ সদস্যের মধ্যে রাশিয়া, ভারত, চীন, ব্রাজিল ও সৌদি আরবসহ ৯১টি দেশ পক্ষে ভোট দেয়। অপরদিকে, মার্কিন যুক্তরাষ্ট্র ও ব্রিটেনসহ আটটি দেশ বিপক্ষে ভোট দেয়। এ সময় ভোটদানে বিরত ছিল ৬২ দেশ।
একটি গ্রুপ রেজ্যুলুশনটি জাতিসংঘে উত্থাপন করে। এ গ্রুপে রয়েছে- আলজেরিয়া, ভেনিজুয়েলা, মিশর, জর্ডান, ইরাক, কাতার, উত্তর কোরিয়া, কিউবা, কুয়েত, লেবানন, মৌরিতানিয়া, সংযুক্ত আরব আমিরাত, সিরিয়া ও তিউনিশিয়া।
আরও পড়ুন:
রোগীর পেটে জীবন্ত মাছি!
রেজ্যুলেশনে বলা হয়েছে, ১৯৮১ সালে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ৪৯৭ রেজ্যুলুশন বাস্তবায়নে ব্যর্থ হয়েছে ইসরায়েলে। ওই রেজ্যুলেশনে বলা হয়েছিল যে, গোলানের ওপর ইসরায়েলি কর্তৃত্ব অকার্যকর।
নতুন রেজ্যুলেশন উত্থাপনকারী দেশগুলো দাবি করে, ইসরায়েলকে অবশ্যই ১৯৬৭ সালের ৪ই জুনের আগের সীমান্তে ফেরত যেতে হবে। সিরিয়ার গোলান অঞ্চলকে দখল করে রাখার মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যে শান্তি ফিরিয়ে আনার পথ আরও কঠিন করে রাখছে ইসরায়েল।
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস
উল্লেখ্য, সিরিয়ার ঐতিহাসিক ভূখণ্ড গোলান। তবে ১৯৬৭ সালের ছয় দিনের যুদ্ধের মধ্য দিয়ে এই ভূখণ্ড দখল করে নেয় ইসরায়েল। সেই থেকে এ ভূখণ্ড তাদের দখলে রয়েছে।