রাজধানীর সায়দাবাদে বাসে আগুন

অনলাইন ডেস্ক
২৯ নভেম্বর ২০২৩, ২০:১২
শেয়ার :
রাজধানীর সায়দাবাদে বাসে আগুন

রাজধানীর সায়দাবাদে বাসে আগুন। ছবি: সংগৃহীত

রাজধানীর সায়দাবাদের ঢালে রাইদা পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। আজ বুধবার রাত সাড়ে ৭টার দিকে আগুন দেয় দুর্বৃত্তরা।


আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পোস্তগোলা ফায়ার স্টেশনের দুটি ইউনিট। পরে আগুন নিয়ন্ত্রণে আনে তারা।


আগুন লাগার বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস সদরদপ্তরের ডিউটি অফিসার রাফি আল ফারুক।


তিনি গণমাধ্যমকে বলেন, আমরা রাত ৭টা ৩৫ মিনিটে খবর পেয়েছি সায়েদাবাদে রাইদা পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়েছে। ওই খবরে পোস্তগোলা ফায়ার স্টেশনের দুটি ইউনিট ৭টা ৪৪ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায়, পরে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে কোনো হতাহতের তথ্য জানা যায়নি।