রওশন এরশাদ নির্বাচন করবেন

অনলাইন ডেস্ক
২৯ নভেম্বর ২০২৩, ১৫:৪১
শেয়ার :
রওশন এরশাদ নির্বাচন করবেন

জাতীয় পার্টির (জাপা) প্রধান পৃষ্ঠপোষক বেগম রওশন এরশাদ নির্বাচন করবেন বলে দাবি করেছেন দলটির প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা। আজ বুধবার রাজধানীর সেগুনবাগিচায় অবস্থিত ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ঢাকা-৪ আসনের জাপা মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়ে এ দাবি করেন তিনি।

সৈয়দ আবু হোসেন বাবলা বলেন, ‘অবাধ, সুষ্ঠু ও ক্লিন, ফেয়ার নির্বাচন হবে বলে আশা করছি। আমরা দলীয় প্রতীকে নির্বাচন করব। প্রার্থী আওয়ামী লীগও দিয়েছে, জাতীয় পার্টিও দিয়েছে। আমি আশাবাদী এবারও জিতব। তারপরও রাজনীতিতে শেষ কথা নেই। রাজনীতির মেরুকরণের মধ্য দিয়ে ভবিষ্যতে আরও কিছু হতে পারে।’

সাংবাদিকদের প্রশ্নের জবাবে জাপার এ নেতা বলেন, ‘আজকের মধ্যে মনোনয়ন চূড়ান্ত হয়ে যাবে। আমি যতটুকু জানি, রওশন এরশাদ অবশ্যই আসছেন এবং নির্বাচন করবেন।’

গত সোমবার জাপার ২৮৯ আসনে মনোনয়ন ঘোষণা করেন দলের মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু। তখন রওশন এরশাদের জন্য ময়মনসিংহ-৪ আসনে দলীয় মনোনয়ন ফাঁকা রাখা হয়।   

রওশন এরশাদের মনোনয়নের বিষয়ে জাপা মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেন, ‘তিনি আমাদের শ্রদ্ধার পাত্র। তিনি আমাকে একাধিকবার ফোন করেছেন। প্রথমে দুটি ফরমের কথা বলেছেন, পরে তিনটি ফরমের কথা বলেছেন। আমার চেয়ারম্যান আমাকে বলেছেন, ‘‘উনি তিনটি ফরমের কথা বলেছেন, তিনি এলে তিনটা ফরমই দিও’’।’

চুন্নু বলেন, ‘আমি বলেছি, আপনি (রওশন) যদি লোক পাঠান বা আপনি যদি হুকুম করে নির্দেশ দেন আমি নিজে গিয়ে দিয়ে আসব আপনাকে। তিনি আমাকে নিয়ে যাওয়ার জন্য নির্দেশ দেন নাই, কোনো লোকও পাঠান নাই।’



জাপার আভ্যন্তরীণ দ্বন্দ্বেই কী রওশন এরশাদকে মনোনয়ন দেওয়া হয়নি- এমন প্রশ্নের জবাবে দলের মহাসচিব বলেন, ‘আমাদের চেয়ারম্যানের সঙ্গে পারিবারিকভাবে তার (রওশন এরশাদ) মান-অভিমানের বিষয় আছে কি-না সেটা আমরা জানি না। তার সঙ্গে আমাদের মান-অভিমানের সুযোগ নেই।’

ঘোষিত প্রার্থী তালিকা অনুযায়ী রংপুর-৩ ও ঢাকা-১৭ আসনে জাপা থেকে মনোয়নয়ন পেয়েছেন দলীয় চেয়ারম্যান জি এম কাদের। রংপুর-৩ আসনে বর্তমান সংসদ সদস্য রওশনপুত্র সাদ এর‌শাদ। এবার তাকে মনোনয়ন দেওয়া হয়নি। জাপার রওশন বলয়ের নেতা হিসেবে পরিচিত দলের বহিষ্কৃত মহাসচিব মসিউর রহমান রাঙ্গাকে মনোনয়ন দেওয়া হয়নি। রংপুর-১ আসনে রাঙ্গার পরিবর্তে প্রার্থী করা হয়েছে জাপার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদ ও দলের বর্তমান চেয়ারম্যান জি এম কাদেরের ভাতিজা এইচ এম শাহরিয়ার আসিফকে।