কেন শিকলবন্দী মিশা
ঢাকাই সিনেমার দাপুটে খল অভিনেতা মিশা সওদাগর। দীর্ঘ ক্যারিয়ারে অভিনয় করেছেন প্রায় আট শতাধিক সিনেমায়। অভিনয় দিয়ে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। বড় পর্দার পাশাপাশি তাকে দেখা গেছে ওটিটি ও নাটকেও। বরাবরই নতুন লুকে দর্শকদের চমক দিতে চেষ্টা করেন এই অভিনেতা।
তারই ধারাবাহিকতায় এবার তাকে দেখা গেল ‘পাগল’র রূপে। সম্প্রতি ফেসবুকে এমনই একটি ছবি পোস্ট করে মিশা সওদাগর লিখেছেন, ‘অসহায়’।
ছবিতে দেখা যায়, মিশা সওদাগরের মাথার চুলগুলো এলোমেলো, পরনে ছেঁড়া পাঞ্জাবি আর হাতে-গলায় শিকল। তবে এটা কোনো সিনেমার দৃশ্য নাকি ওয়েব সিরিজের লুক, তা স্পষ্ট করেননি এই অভিনেতা।
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
বিষয়টি জানতে চাইলে মিশা সওদাগর বলেন, ‘লুকটি কীসের সেটা নিয়ে এখনই বলতে চাই না। তবে দারুণ একটি চমক নিয়ে আসছি। একজন অভিনয়শিল্পী হিসেবে এভাবেই নিজেকে ভাঙতে-গড়তে চাই।’
খোঁজ নিয়ে জানা গেছে, একটি নাটকের জন্য মিশা সওদাগরের এমন লুক। মেহেদী হাসান হৃদয় পরিচালিত এ নাটকে জুটি বেঁধে অভিনয় করেছেন নিলয় আলমগীর ও হিমি।
আরও পড়ুন:
নানাকে নিয়ে পরীর আবেগঘন পোস্ট