সার্জারি নয়, মেকআপ করেই বয়স কমিয়েছেন জেনিফার লরেন্স

আন্তর্জাতিক ডেস্ক
২৯ নভেম্বর ২০২৩, ১৩:৪৯
শেয়ার :
সার্জারি নয়, মেকআপ করেই বয়স কমিয়েছেন জেনিফার লরেন্স

নিজের নতুন লুক নিয়ে মুখ খুললেন হলিউড অভিনেত্রী জেনিফার লরেন্স। সম্প্রতি তার লুক নিয়ে চর্চা হচ্ছিল। গুঞ্জন উঠেছিল তিনি প্লাস্টিক সার্জারি করেছেন। তবে সেই গুজব উড়িয়ে দিলেন হাঙ্গার গেমস তারকা। জানিয়েছেন, মেকআপ ও বয়সের কল্যাণেই তার এই লুক। কোনো সার্জারি করেননি তিনি।

জেনিফার বলেন, ‘মেকআপ দিয়ে এখন অনেক কিছু করা যায়। আমার মেকআপ আর্টিস্ট হাংকে আমি বলি প্লাস্টিক সার্জন। ও এমনভাবে কাজ করে যে সবাই মনে করেন যে সার্জারি করা হয়েছে।’

১৯ বছর বয়সে হলিউডে যাত্রা শুরু করেন জেনিফার। এখন তার বয়স ৩৩। সাংবাদিক ও ভক্তদের প্রশ্ন এখনো তাকে দেখতে সেই প্রথম দিকের জেনিফারই কেন মনে হয়। তবে জেনিফার বলেন, ‘আমি বড় হয়েছি, চেহারা থেকে বাচ্চা বাচ্চা ভাব দূর হয়েছে। পূর্বের এবং বর্তমান ছবি দেখলেই সেটা বোঝা সম্ভব। আমার বয়স হচ্ছে।’

এক্সম্যান তারকা আরও বলেন, ‘সবাই ভেবেছিল আমি নাকে সার্জারি করেছি। কিন্তু আমার নাক ঠিকই আছে। গাল একটু পাতলা হয়ে গেছে। আর কিছু নয়।’