বিএনএমে যোগ দেওয়ার কারণ জানালেন গায়িকা ডলি সায়ন্তনী
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন বা বিএনএমে যোগ দিয়েছেন নব্বইয়ের দশকের হিট গায়িকা ডলি সায়ন্তনী। পাবনা-২ আসন থেকে দলটির প্রার্থীও হচ্ছেন তিনি। সেই লক্ষ্যে গত সোমবার তোলেন মনোনয়ন ফরম, জমাও দিয়েছেন ইতোমধ্যে।
দেশের শোবিজ তারকাদের নজর যেখানে বড় দলের দিকে, এবার সরকারি দল আওয়ামী লীগের মনোনয়ন ফরমও তুলেছিলেন এক ডজনের বেশি অভিনেতা-অভিনেত্রী ও কণ্ঠশিল্পী, সেই জগতের মানুষ হয়ে ডলি সায়ন্তনী কেন যোগ দিলেন নতুন এবং অপেক্ষাকৃত ছোট দল বিএনএমে?
এমন প্রশ্ন গত দুদিন ধরে ছিল তার ভক্ত-সমর্থক এবং শুভাকাঙ্ক্ষীদের মনে। অবশেষে বিএনএমে যোগ দেওয়ার কারণ জানালেন মিষ্টি কণ্ঠের গায়িকা ডলি সায়ন্তনী।
সংবাদমাধ্যমকে এই কণ্ঠশিল্পী বলেছেন, ‘বিএনএম থেকে আমাকে ভালো একটা অফার করা হয়েছিল। আমাদের শোবিজ ইন্ডাস্ট্রির অনেকেই তো রাজনীতিতে যোগ দিয়েছেন। ভেবে দেখলাম, একটা ভালো অফার যখন বিএনএম আমাকে দিয়েছে, তাহলে না কেন? এ জন্য বিএনএমে যোগ দিয়েছি।’
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
যদিও সেই ভালো অফারটা কী, তা পরিষ্কার করেননি ডলি সায়ন্তনী। তবে ফিসফাস চলছে, প্রার্থী হওয়ার জন্যই বিএনএমে যোগ দিয়েছেন এই গায়িকা। রাজনীতিতে পা রেখেই জাতীয় সংসদ নির্বাচনে একটা দলের প্রার্থী হতে পারা, এর চেয়ে ভালো অফার আর কী হতে পারে? চলছে এমন আলোচনা।
গত সোমবার বিকালে রাজধানীর গুলশানের কেন্দ্রীয় কার্যালয়ে বিএনএমের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহ মো. আবু জাফর এবং মহাসচিব ড. মো. শাহজাহানের হাতে ফুলের তোড়া দিয়ে আনুষ্ঠানিকভাবে দলটিতে যোগ দেন ডলি সায়ন্তনী। এই প্রথমবার কোনো রাজনৈতিক দলে যোগ দিলেন তিনি।
সে সময় পাবনা-২ আসন থেকে বিএনএমের প্রার্থী হওয়া প্রসঙ্গে ডলি সায়ন্তনী বলেন, ‘পাবনা-২ (সুজানগর-বেড়া) আসনটি আমার দাদাবাড়ি। শিল্পী হিসেবে জনগণের ভালোবাসা পেয়েছি। এখন নিজ এলাকার জন্য কিছু করতে চাই। এবারই প্রথম কোনো রাজনৈতিক দলে যোগ দিলাম।’
আরও পড়ুন:
নানাকে নিয়ে পরীর আবেগঘন পোস্ট
গানের জগতে এক সময় তরুণ প্রজন্মের ক্রেজ ছিলেন ডলি সায়ন্তনী। তার গান মানেই ছিল অন্যরকম উন্মাদনা, কণ্ঠে ছিল আধুনিকতার ছোঁয়া। সুদীর্ঘ কর্মজীবনে ১৫টি একক অ্যালবাম, ১০০টির উপরে দ্বৈত ও মিশ্রিত অ্যালবাম এবং ৭০০টির উপরে সিনেমায় গান গেয়েছেন এই শিল্পী।