‘মনে হচ্ছিল এটাই আমার শেষ দিন’
প্রেক্ষাগৃহে চলছে ক্যাটরিনা কাইফ অভিনীত সিনেমা ‘টাইগার ৩’। এতে অভিনেত্রীকে বেশ কয়েকটি অ্যাকশন দৃশ্য করতে দেখা গেছে। তার অ্যাকশনের প্রশংসায় পঞ্চমুখ বর্ষীয়ান অ্যাকশন প্রশক্ষিক শ্যাম কৌশল। তবে এই অ্যাকশন দৃশ্যের শুট করতে গিয়ে মাঝ আকাশে মৃত্যুর মুখ থেকে ফিরে আসেন ক্যাট। ‘টাইগার ৩’-এর শুটিংয়ে হেলিকপ্টারের ভেতরে স্টান্ট করতে গিয়ে ভয়ানক বিপদে পড়েন অভিনেত্রী। মাঝ আকাশে হঠাৎ শুরু হয় ঝড়। নিয়ন্ত্রণ হারায় হেলিকপ্টার, দ্রুত নামতে থাকে নিচের দিকে। ভয় পেয়ে যান ক্যাটরিনা। ভাবতে থাকেন হেলিকপ্টার হয়তো ক্রাশ করবে। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘মনে হচ্ছিল, এটাই আমার শেষ দিন। চোখ বন্ধ করে ফেলেছিলাম। ঈশ্বরকে ডাকছিলাম। আর খালি একজনের কথাই মনে পড়ছিল। তিনি আমার মা। মনে হচ্ছিল, মা ঠিক থাকবে তো!’ শেষমেশ বেঁচে ফেরেন ক্যাটরিনা, তবে সেই দিনের সেই অভিজ্ঞতার কথা ভুলতে পারছেন না কিছুতেই।
২০২১ সালের ডিসেম্বরে ঢাকঢোল পিটিয়ে অভিনেতা ভিকি কৌশলকে বিয়ে করেন ক্যাটরিনা। কদিন আগেই একাধিক সংবাদমাধ্যমে গুঞ্জন ছড়ায়- দুজনের সংসারে নতুন অতিথি আসছে। তবে এই দম্পতির ঘনিষ্ঠ একটি সূত্র সংবাদমাধ্যমকে বলেন, ‘ক্যাটরিনার অন্তঃসত্ত্বা হওয়ায় খবরের কোনো ভিত্তি নেই। তিনি অন্তঃসত্ত্বা নন। এমনকি তিনি জনসমাগমও এড়িয়ে চলছেন না। তিনি তার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন।’ সম্প্রতি মুক্তি পাওয়া ‘টাইগার ৩’-এ ক্যাটের বিপরীতে অভিনয় করেছেন সালমান খান। মনীশ শর্মার পরিচালনায় বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন ইমরান হাশমি, আশুতোষ রানা প্রমুখ। অতিথি চরিত্রে দেখা গেছে শাহরুখ খান ও হৃত্বিক রোশনকে।
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি