সাড়ে ৩ কেজি হেরোইনসহ মাদকবিক্রেতা আটক
চাঁপাইনবাবগঞ্জে সাড়ে ৩ কেজি হেরোইনসহ তৌফিকুল ইসলাম ওরফে তৌফিক নামের এক মাদকবিক্রেতাকে আটক করেছে র্যাব-৫। আজ মঙ্গলবার প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান চাঁপাইনবাবগঞ্জ র্যাব-৫ এর ক্যাম্পের অধিনায়ক মেজর মারুফুল ইসলাম।
আটক তৌফিক চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের চর হাকিমপুর পশ্চিমপাড়া গ্রামের মৃত এততাজ মাঝির ছেলে।
বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ মঙ্গলবার ভোরে চর হাকিমপুর গ্রামে র্যাব-৫, রাজশাহী মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল অভিযান চালায়। এসময় তৌফিকের ঘরের পিছনে প্রায় ২ ফুট মাটির নিচে অভিনব কায়দায় লুকানো অবস্থায় সাড়ে ৩ কেজি হেরোইন উদ্ধারসহ তাকে আটক করা হয়।
র্যাব আরও জানায়, আটক তৌফিক একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তিনি কৃষিকাজের আড়ালে সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে চাঁপাইনবাবগঞ্জ এবং রাজশাহীসহ দেশের বিভিন্ন এলাকায় চালান সরবরাহ করেন।
এ ব্যাপারে চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় মাদক আইনে মামলা করা হয়েছে বলে জানায় র্যাব।