ত্রিপুরা থেকে আলাদা রাজ্য চায় টিপ্রা মোথা
ভারতের ত্রিপুরা থেকে নিজেদের জন্য আলাদা রাজ্য দাবি করেছে সেখানকার প্রধান বিরোধী দল টিপ্রা মোথা। আজ মঙ্গলবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পরামর্শক এ কে মিশরার সঙ্গে দেখা করে এই দাবি জানায় তারা। ভারতীয় সংবাদমাধ্যম ডেকান হেরাল্ডের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
গত বছরের ফেব্রুয়ারিতে ত্রিপুরা রাজ্যের বিধানসভা নির্বাচনে লড়েছিল ত্রিপুরার প্রধান আদিবাসী দল টিপ্রা মোথা। পৃথক রাজ্যের দাবিকে সামনে রেখে ওই সময় নির্বাচনী প্রচারণা চালিয়েছিল দলটি। রাজ্যটিতে বিজেপির পর সবচেয়ে বেশি ভোট পেয়ে প্রধান বিরোধী দল নির্বাচিত হয় আদিবাসীদের প্রতিনিধিত্ব করা এই দলটি।
দলের প্রধান প্রদ্যুত কিশোর মানিক্য দেববর্মা বলেন, ‘আমরা আদিবাসীদের জন্য গ্রেটার টিপ্রাল্যান্ড এর দাবিতে অটল রয়েছি। আজ আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পরামর্শকের সঙ্গে দেখা করেছি এবং এই দাবি তুলে ধরেছি।’
তিনি বলেন, ‘যদি আদিবাসীদের জন্য কেন্দ্রীয় সরকারের বিকল্প ভালো কোনো প্রস্তাব থাকে তবে তারা আমাদের জানাবে। আমরা মনে করি আদিবাসীদের জন্য গ্রেটার টিপ্রাল্যান্ডই প্রকৃত সমাধান।’
ককবরক ভাষা নিয়ে দেববর্মা বলেন, ‘ভাষার লিখিত রূপ কারও ওপর চাপিয়ে দেওয়া যায় না। পূর্ব পাকিস্তানের মানুষের ওপর উর্দু চাপিয়ে দেওয়া হচ্ছিল। কিন্তু এতে জনবিক্ষোভ দেখা দেয় এবং বাংলাদেশের জন্ম হয়।ককবরক ভাষার জন্য রোমানলিপি চায় টিপ্রা মোথারা। লেফট ফ্রন্টরা চায় এ জন্য বাংলা বর্ণমালা ব্যবহার করা হোক। তবে এসব বিষয়ে বিজেপির পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি।’
আরও পড়ুন:
রোগীর পেটে জীবন্ত মাছি!