বিয়ের পরের দিনই হাসপাতালে পরমব্রতের স্ত্রী
মাত্রই কেটেছে বিয়ের রাত, এরপরই হাসপাতালে যেতে হলো টলিউড অভিনেতা, পরিচালক পরমব্রত চট্টোপাধ্যায়ের পিয়া চক্রবর্তীকে। গতকাল সোমবার বিয়ে হয় পরম-পিয়ার। আজ মঙ্গলবার সকালেই হাসপাতালে যেতে হলো পিয়াকে।
ভারতীয় সংবাদমাধ্যম জি ২৪ ঘণ্টার খবরে বলা হয়, গতকাল রাতে কলকাতার ভবানীপুরে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয় পরম-পিয়ার। অনুষ্ঠানে ছিল না টলিউডের তারকাদের সমাবেশ। সেখানে শুধু তাদের দুই পরিবারের সদস্যরা হাজির ছিলেন। আনন্দের দিনের পরের দিনই আজ সকালে হাসপাতালে হাজির নবদম্পতি।
সূত্রের বরাত দিয়ে জি ২৪ ঘণ্টা জানায়, পিয়া বেশ কিছুদিন ধরেই কিডনির পাথরের ব্যথায় ভুগছিলেন। সেটির অস্ত্রোপচার হওয়ার কথা ছিল আজ। আগে থেকেই তারিখ নির্ধারিত ছিল। সেই মোতাবেক কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন পিয়া।
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
পেটের ব্যথার কারণে বিয়ের আগের দিন অর্থাৎ গত রবিবারও হাসপাতালে গিয়েছিলেন পিয়া। সেদিন তাকে ছেড়ে দেওয়া হয়। সোমবার অনুষ্ঠান পর্ব মিটিয়ে ফের আজ হাসপাতালে গেলেন তিনি।
পিয়া চক্রবর্তী পেশায় মানসিক রোগ বিশেষজ্ঞ। এর পাশাপাশি গানও করেন তিনি। গায়ক, গীতিকার, সুরকার অনুপম রয়ের স্ত্রী ছিলেন পিয়া। সুন্দরবন এলাকায় ত্রাণ বিতরণকাজে একসঙ্গে ছিলেন পিয়া, পরম, অনুপম। সেখান থেকে পরিচয়ের পর প্রেমের সম্পর্ক হয় পরম আর পিয়ার। এ কারণে বিচ্ছেদ হয় অনুপম-পিয়ার দাম্পত্য। গত ২ বছর ধরে পরম আর পিয়া প্রেম করলেও তারা এটিকে শুধুই বন্ধুত্ব বলে উড়িয়ে দিতেন।
আরও পড়ুন:
ভারতে ফেরার পথে প্রাণ গেল স্বামী-স্ত্রীর