দক্ষিণ আফ্রিকায় প্লাটিনাম খনিতে দুর্ঘটনা, নিহত ১১
দক্ষিণ আফ্রিকায় প্লাটিনামের এক খনি দুর্ঘটনায় অন্তত ১১ জন শ্রমিক নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও ৭৫ জন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
খনির মালিকানা প্রতিষ্ঠা ইমপালা প্লাটিনামের প্রধান নির্বাহী নিকো মুলার এই ঘটনায় শোক প্রকাশ করেছেন। তিনি বলেছেন, কোম্পানির ইতিহাসে আজ অন্ধকারতম দিন। কোম্পানিটি জানায়, একটি লিফটের দঁড়ি ছিড়ে গিয়ে এই দুর্ঘটনাটি ঘটে।
দুর্ঘটনার তদন্তর জন্য মঙ্গলবার খনিতে সব কার্যক্রম স্থগিত করা হয়েছে। ইমপালা প্লাটিনাম জানায়, উদ্ধার অভিযান শেষ হয়েছে। দুর্ঘটনায় ৭৫ জন শ্রমিক আহত হয়েছেন।
আরও পড়ুন:
রোগীর পেটে জীবন্ত মাছি!
নিকো মুলার বলেছেন, ‘আমাদের সহকর্মীদের হারিয়ে আমরা গভীরভাবে মর্মাহত ও দুঃখিত। সব আত্মীয়র সঙ্গে যোগাযোগ নিশ্চিত করার প্রক্রিয়া চলছে।’
দক্ষিণ আফ্রিকায় এমন অনেক গভীর খনি রয়েছে। খনিতে এমন লিফট রয়েছে, যা একবারে শতাধিক লোককে বহন করতে পারে। কয়েক লাখ মানুষ এই খনি শিল্পে কাজ করে। প্রতিবছরই দুর্ঘটনার শিকার হয়ে অনেক শ্রমিক প্রাণ হারান।
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস