রাখি সাওয়ান্তের নায়ক হিরো আলম, প্রযোজক আরাভ
নির্বাচনের আগে বড় চমকের ঘোষণা দিলেন ইউটিউবার আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম। তিনি অভিনয় করবেন হিন্দি সিনেমায়। নাম রাখা হয়েছে ‘গ্যাংস্টার’। সিনেমাটি প্রযোজনা করবেন পুলিশ কর্মকর্তা হত্যা মামলার আসামি রবিউল ইসলাম ওরফে আরাভ খান। আর এতে হিরো আলমের সঙ্গে জুটি বাঁধবেন বলিউডের আলোচিত মডেল ও নৃত্যশিল্পী রাখি সাওয়ান্ত। এক ভিডিওবার্তায় বিষয়টি সামনে আনেন আরাভ। বিষয়টি নিশ্চিত করেছেন হিরো আলমও। বর্তমানে তারা দুবাইয়ে অবস্থান করছেন।
ভিডিও বার্তায় আরাভ খানকে বলতে শোনা যায়, এবার হিরো আলম বলিউডে নতুন সিনেমা করবে। ছবি করতে যত টাকা লাগে আরাভ খান দেবেন।
এসময় রাখি সাওয়ান্ত বলেন, ‘সালমান (সালমান খান) ভাই দেখো, আমি বলিউডে নতুন নায়ক নিয়ে আসছি।’
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
আরও পড়ুন:
নানাকে নিয়ে পরীর আবেগঘন পোস্ট
হিরো আলম জানান, সিনেমার নাম ঠিক করা হয়েছে ‘গ্যাংস্টার’। প্রযোজনা করবেন আরাভ খান। আমি নায়ক আর রাখি সাওয়ান্ত নায়িকা। বিশ্বের বিভিন্ন স্থানে এর শুটিং হবে।
উল্লেখ্য, চলতি বছর আলোচনায় আসেন আরাখ খান। দুবাইয়ে তার একটি স্বর্ণের দোকানের উদ্বোধনে হাজির হয়েছিলের ক্রিকেটার সাকিব আল হাসান, হিরো আলমসহ দেশের শোবিজের বেশ কয়েকজন। এরপরই বেরিয়ে আসে আরাভ খানের পরিচয়। জানা যায় তিনি হত্যার মামলার পলাতক আসামি।
আরও পড়ুন:
‘এভাবে বিয়ে করা নাকি অর্থহীন’