একসঙ্গে বিষপান ৪ বান্ধবীর, মারা গেলেন দুজন
ভারতের বিহারে একসঙ্গে বিষপান করলেন চার বান্ধবী। তাদের মধ্যে দুজন মারা গেছেন্ তবে কী কারণে তারা আত্মহত্যা করেছেন তা জানা যায়নি।
ভারতীয় সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়, চারজনেরই বয়স ১৮ থেকে ২০ এর মধ্যে। তাদের মধ্যে দুইজন বোনও আছে, যার মধ্যে একজনের মৃত্যু হয়েছে।
সংবাদ প্রতিদিনের প্রতিবেদনে বলা হয়, কোনো কারণে চার তরুণী হতাশায় ভুগছিলেন। তাই আত্মহত্যা করতে চেয়েছিলেন। সেই অনুযায়ী তারা পরিকল্পনা করেন যে একসঙ্গে বিষপান করবেন। এরপর রবিবার সন্ধ্যায পরিকল্পনা অনুযায়ী আত্মহত্যার চেষ্টা করেন চার তরুণী।
আরও পড়ুন:
রোগীর পেটে জীবন্ত মাছি!
এমন ঘটনায় স্তম্ভিত হয়ে পড়েছে তরুণীর পরিবার। বিষপানের ব্যাপারটি প্রথমে বুঝতে পারেননি তারা। মেয়েদের শারীরিক অবস্থার অবনতি হতে থাকলে তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় এক বোনের। পরের দিন হাসপাতালে চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় আরেক তরুণীর। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন বাকি দুই তরুণী।
স্থানীয় পুলিশ কর্মকর্তা মোহাম্মদ আমানুল্লা খান বলেন, ‘দুই বোন নিজের বাড়িতেই প্রথমে বিষ খেয়েছিলেন। আপাতত দুই তরুণীর সুস্থ হয়ে ওঠার জন্য অপেক্ষা করছি। কেন এমন সিদ্ধান্ত নিল চারজন, সেই নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।’
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস