ট্রেনে কাটা পড়ে তরুণ নির্মাতার মৃত্যু
তরুণ নির্মাতা নূর ই আলম তৈমুর ট্রেনে কাটা পড়ে মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে খিলক্ষেত এলাকায় এই নির্মাতার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন রেল পুলিশের বিমানবন্দর ফাঁড়ির ইনচার্জ সানু মং মারমা।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, ৩৪ বছর বয়সী তৈমুর কানে হেডফোন লাগিয়ে কথা বলতে বলতে রেললাইন পার হচ্ছিলেন। ওই সময় দুই দিক থেকে দুটি ট্রেন আসছিল। তৈমুর একটি ট্রেন দেখলেও অন্যটি খেয়াল করেননি। চট্টগ্রামগামী মহানগর প্রভাতী ট্রেনে কাটা পড়েন তিনি।
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
তৈমুর বেসরকারি সংস্থা সেভ দ্য চিলড্রেনের কর্মকর্তাও। সাত মাস বয়সী এক সন্তানের বাবা তৈমুরের বাড়ি ঢাকার মোহাম্মদপুরে। খিলক্ষেত এলাকায় একটি ভাড়া বাসায় পরিবার নিয়ে থাকতেন।
আরও পড়ুন:
নানাকে নিয়ে পরীর আবেগঘন পোস্ট
তৈমুরের নির্মিত স্বল্পদৈর্ঘ্য সিনেমা ২০২২ সালে জাপানের ‘ডিজিকন৬ এশিয়া’ কনটেস্টে পুরস্কৃত হয়েছিল। ‘দ্য আদার সাইড’ ও ‘যাত্রা’ নামের আরও দুটি স্বল্পদৈর্ঘ্য নির্মাণ করেছিলেন তিনি।
আরও পড়ুন:
‘এভাবে বিয়ে করা নাকি অর্থহীন’