বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন নিয়ে যা বললেন চীনের রাষ্ট্রদূত

নিজস্ব প্রতিবেদক, সাভার
২৮ নভেম্বর ২০২৩, ১৪:৫৫
শেয়ার :
বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন নিয়ে যা বললেন চীনের রাষ্ট্রদূত

চীনের সহযোগিতায় বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন করতে যাচ্ছে ঢাকা উত্তর সিটি করপোরেশন।

আগামী জানুয়ারি থেকে সাভারের আমিন বাজারে পুরোদমে শুরু হচ্ছে এই প্রকল্পের কাজ। দুই বছরের ব্যবধানে ওই প্রকল্প থেকে উৎপাদন হবে ৪২ দশমিক ৫ মেগাওয়াট বিদ্যুৎ।

২০২৬ সালের মধ্যে প্রকল্প থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করা হবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত চীনের  রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। আজ মঙ্গলবার আমিনবাজার ল্যান্ডফিলের ‘বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্ল্যান্ট' প্রকল্পের কার্যক্রম পরিদর্শনে গিয়ে তিনি এ কথা বলেন।

চীন সরকারের শতভাগ বিনিয়োগে প্রায় ৩০০ মিলিয়ন মার্কিন ডলারের এই প্রকল্পের বাস্তবায়নে রয়েছে চায়না মেশিনারি ইঞ্জিনিয়ারিং করপোরেশন। 

প্রতিদিন ৩ হাজার টন মিশ্র বর্জ্য থেকে উৎপাদিত বিদ্যুৎ ২৫ বছর পর্যন্ত কিনবে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড । প্রতি কিলোওয়াট বিদ্যুতের দাম পড়বে ১৮ দশমিক ২৯৫ টাকা।

প্রকল্পের বিষয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এস এম শরিফুল ইসলাম, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা আবেদ আলীসহ প্রকল্প সংশ্লিষ্টরা।