‘তাহলে চলো শুরু হোক, তুমি আর আমি’
অবশেষে বিয়ের ছবি শেয়ার করেছেন পরমব্রত চট্টোপাধ্যায়। সোমবারই টলিউডের ‘মোস্ট এলিজেবল ব্যাচেলর’ বিয়ে করেছেন পিয়া চক্রবর্তীকে। সঙ্গীতশিল্পী তথা সমাজকর্মী ও মানসিক স্বাস্থ্যকর্মী পিয়া এর আগে অনুপম রায়ের স্ত্রী ছিলেন। ২০২১ সালে দুজনের বিচ্ছেদ হয়। এর কিছু সময় পর থেকেই পরমব্রত ও পিয়ার প্রেমের জল্পনা শোনা যায়।
সোশাল মিডিয়ায় বিয়ের ছবি শেয়ার করে ভালোবাসায় ভরা বার্তা দেন পরমব্রত। অভিনেতা লেখেন, ‘তাহলে চলো শুরু হোক, তুমি আর আমি… সন্ধ্যা যখন আকাশে ছড়িয়ে পড়েছে।’
ইনস্টাগ্রামে বিয়ের তিনটি ছবি শেয়ার করেন অভিনেতা। ছবিগুলোয় পরম ও পিয়া দুজনকেই হাস্যোজ্জ্বল দেখাচ্ছে।
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
গতকাল সোমবার বিকেলে ঘরোয়া আয়োজনের মাধ্যমে বিয়ের পর্ব সারেন পরমব্রত-পিয়া। অনুষ্ঠানে শুধু দুই পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন:
নানাকে নিয়ে পরীর আবেগঘন পোস্ট
২০২১ সালে অনুপম ও পিয়া বিচ্ছেদ হয়। ওই বছর ঘূর্ণিঝড় বিধ্বস্ত সুন্দরবনের ত্রাণ বিতরণে যান পিয়া ও পরমব্রত। এই সফরেই পরম-পিয়ার বন্ধুত্ব বাড়ে। ধীরে ধীরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।
আরও পড়ুন:
‘এভাবে বিয়ে করা নাকি অর্থহীন’