ইপিজেডের বাসে অগ্নিসংযোগ

অনলাইন ডেস্ক
২৮ নভেম্বর ২০২৩, ০৮:৪৪
শেয়ার :
ইপিজেডের বাসে অগ্নিসংযোগ

খুলনার সোনাডাঙ্গায় মোংলা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (ইপিজেড) একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল সোমবার রাত সাড়ে ১১টার দিকে বাসটিতে আগুন দেওয়া হয়।

খুলনা ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলেন।

স্থানীয়রা জানিয়েছেন, বাসটি সড়কের পাশে দাঁড়িয়ে ছিল। হঠাৎ বাসটিতে আগুন দেখতে পেয়ে সবাই এগিয়ে যান। ফায়ার সার্ভিসের সদস্যরা আসার আগেই আগুন নেভানো হয়।

খুলনা ফায়ার স্টেশনের সিনিয়র অফিসার মো. সাইদুজ্জামান বলেছেন, ‘আমরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই আগুন নিয়ন্ত্রণে আসে। বাসে কীভাবে আগুন লেগেছে, তা তদন্ত ছাড়া বলা সম্ভব নয়।’