তারা যে কারণে মনোনয়নবঞ্চিত
ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনয়ন তালিকা থেকে ৬৯ বর্তমান সংসদ সদস্যের বাদ পড়া নিয়ে আলোচনা চলছে সর্বত্র। অনেকে মনে করেন- দখল, অনিয়ম-দুর্নীতি, ত্যাগী নেতাকর্মীদের পাশে না থাকা, নির্বাচনী এলাকা থেকে দূরে থাকাসহ আরও নানা কারণে তারা এবার নৌকার টিকিট থেকে বঞ্চিত হয়েছেন।
জামালপুরে বাদ পড়লেন ৩ এমপি
জামালপুরের পাঁচটি আসনের মধ্যে তিনটি আসনে নতুন প্রার্থী দিয়েছে আওয়ামী লীগ। বাদ পড়েছেন জামালপুর-১ আসনের বর্তমান সংসদ সদস্য আবুল কালাম আজাদ, জামালপুর ৪-এর ডা. মুরাদ হাসান, জামালপুর ৫-এর ইঞ্জিনিয়ার মোজাফফর হোসেন। এই আসনগুলোতে মনোনয়ন পেয়েছেন জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশিগঞ্জ) জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ নূর মোহাম্মদ, জামালপুর-৩ (সরিষাবাড়ী) কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের মৎস্য ও প্রাণীবিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মাহবুবুর রহমান হেলাল ও জামালপুর-৫ (সদর উপজেলা) প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আবুল কালাম আজাদ।
স্থানীয়রা মনে করছেন জামালপুর-১ আসনে বর্তমান সংসদ সদস্যের মনোনয়ন না পাওয়ার অন্যতম কারণ হচ্ছে তার বার্ধক্য। ৮৪ বছর বয়সী এই সংসদ সদস্য টানা কয়েকবার এমপি থাকলেও তেমন কোনো উল্লেখযোগ্য উন্নয়নকাজ করতে পারেননি এই আসনে। এ বিষয় নিয়ে ক্ষোভ আছে সাধারণ ভোটারদের মাঝে। তাই তিনি এবারে মনোনয়ন পাননি বলে ধারণা করছেন স্থানীয়রা। বিতর্কিত কর্মকাণ্ডের কারণে জামালপুর-৪ আসনে ডা. মুরাদ হাসান মনোনয়ন পাননি বলে মনে করছেন সরিষাবাড়ী উপজেলার বাসিন্দারা। জনপ্রিয়তা থাকলেও ক্লিন ইমেজ না থাকায় তিনি এবার মনোনয়ন দৌড়ে বাদ পড়েছেন বলে ধারণা সবার। তবে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন।
জামালপুর-৫ আসনের বর্তমান সংসদ সদস্য মোজাফফর হোসেন একজন ব্যবসায়ী ছিলেন। সেখান থেকে তিনি এমপি বনে যান। এমপি হওয়ার পর জামালপুর সদর উপজেলার গ্রামগুলোতে তেমন কোনো উন্নয়ন হয়নি। এ ছাড়াও সাংগঠনিক দক্ষতা না থাকায় তিনি এমপি হওয়ার পর থেকে শুধু কয়েকজন তার সঙ্গে থেকে লাভবান হয়েছেন। এসব বিষয় নিয়ে ক্ষোভ রয়েছে তৃণমূলের নেতাকর্মীদের।
নিজস্ব বাহিনী গড়ে বঞ্চিত দক্ষিণের ৩ এমপি
বরিশাল বিভাগের ২১ আসনের মধ্যে আ.লীগের এমপি রয়েছেন ১৮ জন। আর তাদের মধ্যে ১৫ জন বর্তমান এমপি মনোনয়ন পেলেও বাদ পড়েছেন তিনজন। তারা হলেন- বরিশাল-২ (বানারীপাড়া-উজিরপুর) আসনের এমপি শাহে আলম, বরিশাল-৪ (হিজলা-মেহেন্দীগঞ্জ) আসনের পঙ্কজ নাথ, বরগুনা-২ (পাথরঘাটা-বামনা-বেতাগী) আসনের শওকত হাচানুর রহমান রিমন।
আরও পড়ুন:
গণভবনে ডাক পেলেন আ. লীগের মনোনয়নপ্রত্যাশীরা
শাহে আলমের জায়গায় মনোনয়ন পেয়েছেন বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মোহাম্মদ ইউনুস। তিনি বরিশাল-২ আসনের সাবেক সংসদ সদস্য। শাহে আলমের বিরুদ্ধে হিন্দু পরিবারের সম্পত্তি দখলের অভিযোগ রয়েছে। এ ছাড়া নিজস্ব বাহিনী গড়ে তোলা, দলীয় নেতাকর্মীদের মাঝে বিভাজন সৃষ্টিরও অভিযোগ আছে তার বিরুদ্ধে।
বরিশাল-৪ আসন থেকে পরপর দুবার নির্বাচিত সংসদ সদস্য নির্বাচিত হন স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক পঙ্কজ নাথ। নির্বাচনী এলাকার দলীয় নেতাকর্মীদের সঙ্গে বিরোধে জড়িয়ে বিতর্কিত হন তিনি। তাকে বাদ দিয়ে প্রার্থী করা হয়েছে আওয়ামী লীগের আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ড. শাম্মী আহমেদকে।
২০১৯ সালে ক্যাসিনোবিরোধী অভিযানের সময় স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদকের পদ থেকে অব্যাহতি পান পঙ্কজ নাথ। সর্বশেষ শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে গত বছরের সেপ্টেম্বরে তাকে দলের সব স্তরের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।
বরগুনা-২ আসনের বর্তমান সংসদ সদস্য শওকত হাচানুর রহমান রিমনকে সরিয়ে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সুলতানা নাদিরাকে মনোনয়ন দেওয়া হয়েছে। রিমনের বিরুদ্ধে দলের মধ্যে নিজস্ব বলয় তৈরির অভিযোগ রয়েছে।
সুনামগঞ্জে বাদ দুই এমপি
সুনামগঞ্জের ৫টি আসনের মধ্যে আওয়ামী লীগের বর্তমান দুই জন সংসদ সদস্য (এমপি) বাদ পড়েছেন। তারা হলেন- প্রয়াত জাতীয় নেতা সুরঞ্জিত সেনগুপ্তের স্ত্রী সুনামগঞ্জ-২ আসনের এমপি ড. জয়া সেনগুপ্তা ও সুনামগঞ্জ-১ আসনের এমপি মোয়াজ্জেম হোসেন রতন। সুনামগঞ্জ-১ আসনে মনোনয়ন পেয়েছেন জেলা আওয়ামী লীগের সদস্য অ্যাডভোকেট রণজিত সরকার। সুনামগঞ্জ-২ আসনে মনোনয়ন পেয়েছেন শাল্লা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল আমিন চৌধুরী। তিনি পুলিশের আইজিপির ছোট ভাই।
আরও পড়ুন:
জোটের ভাগে অনেক নেতা নৌকা হারাবেন
সুনামগঞ্জ-২ আসনের এমপি ড. জয়া সেনগুপ্তা দীর্ঘদিন ধরে অসুস্থ থাকায় তিনি নিয়মিত এলাকায় থাকতে পারতেন না। ফলে তার ঘনিষ্ঠ কয়েকজন নেতা প্রভাব খাটিয়ে এলাকার সবকিছু নিয়ন্ত্রণ করতেন। এতে নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ দেখা দেয়।
এদিকে সুনামগঞ্জ-১ আসনের বর্তমান এমপি মোয়াজ্জেম হোসেন রতন মনোনয়নবঞ্চিত হওয়ায় অনেকে খুশি হয়েছেন। তার বিরুদ্ধে দলে নিজস্ব বলয় তৈরির অভিযোগ রয়েছে। এ ছাড়া দুর্নীতির অভিযোগে তার বিরুদ্ধে দুদকে মামলা রয়েছে।
নরসিংদীতে বাদ ১ এমপি
নরসিংদীর ৫টি আসনের মধ্যে ১টিতে এবার দলীয় প্রার্থী পরিবর্তন করেছে আওয়ামী লীগ। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের সমর্থন নিয়ে জহিরুল হক ভূঁইয়া মোহন এমপি হয়েছিলেন। এবার এই আসনে উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক ফজলে রাব্বি খান মনোনয়ন পেয়েছেন।
শিবপুরের সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি হারুন অর রশীদ খান হত্যার পর থেকে শিবপুরে আলোচনায় আসেন এমপি মোহন। সম্প্রতি মামলার এজাহারভুক্ত আসামিকে সঙ্গে নিয়ে মনোনয়নপত্র সংগ্রহ করার কারণে সমালোচনার ঝড় ওঠে তার বিরুদ্ধে। তা ছাড়া ঋণখেলাপি থাকার কারণে শেষ পর্যন্ত তাকে আর মনোনয়ন দেওয়া হয়নি।
খুলনায় কপাল পুড়েছে তিন এমপির
আরও পড়ুন:
হরতাল-অবরোধে শীতের পোশাক ব্যবসায় মন্দা
এবারের জাতীয় সংসদ নির্বাচনে খুলনার ৬টি সংসদীয় আসন থেকে কপাল পুড়েছে ৩ সংসদ সদস্যের। মনোনয়ন পাননি তারা। এরা হলেন- খুলনা-১ আসনের বর্তমান সংসদ সদস্য জাতীয় সংসদের হুইপ পঞ্চানন বিশ্বাস, খুলনা-৩ আসনের সংসদ সদস্য শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এবং খুলনা-৬ আসনের বর্তমান সংসদ সদস্য মো. আক্তারুজ্জামান বাবু।
বার্ধক্য, অনিয়ম, দুর্নীতি, স্বজনপ্রীতি, দলীয় নেতাকর্মীদের হয়রানিসহ নানা অভিযোগে এবার তারা মনোনয়ন পাননি বলে দলের একাধিক সূত্রের অভিযোগ। খুলনা-১ (দাকোপ-বাটিয়াঘাটা) আসনে সংসদ সদস্য পঞ্চানন বিশ্বাস বয়সের ভারে নুয়ে পড়েছেন। যে কারণে দলীয় কার্যক্রমে তিনি অংশ নিতে পারছেন না। এমনকি সরকারি কাজেও তিনি অনুপস্থিত থাকেন। এ কারণে একাধিকবারের এই সংসদ সদস্য এবার নৌকা থেকে ছিটকে পড়েন। এখানে এবার মনোনয়ন পেয়েছেন সাবেক এমপি ননী গোপাল মণ্ডল।
খুলনা-৩ (খালিশপুর-দৌলতপুর-খানজাহানআলী) আসনে দীর্ঘদিন সংসদ সদস্য নির্বাচিত হয়ে আসছেন শ্রম প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান। তবে নানা কারণে এবার তিনি নৌকার মনোনয়ন পাননি। তার বিরুদ্ধে অনিয়ম, নিয়োগবাণিজ্যসহ নানা অভিযোগ রয়েছে। এ ছাড়া প্রতিমন্ত্রীর দায়িত্ব পাওয়ার পর ছোট ভাই শাহাবুদ্দিনকে নিজের সহকারী একান্ত সচিব (এপিএস) এবং ভাতিজিকে মন্ত্রণালয়ের অধীন কেন্দ্রীয় তহবিলে সহকারী পরিচালক (এডি) পদে চাকরি দেওয়া নিয়েও সমালোচিত হন তিনি। এ আসনে এবার মনোনয়ন পেয়েছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন।
খুলনা-৬ (পাইকগাছা-কয়রা) আসন থেকে বাদ পড়েছেন সংসদ সদস্য মো. আখতারুজ্জামান বাবু। তার বিরুদ্ধে সংসদ সদস্য হয়েও ঠিকাদারি কাজে যুক্ত থাকার অভিযোগ রয়েছে। এবার এখানে মনোনয়ন পেয়েছেন সাবেক উপজেলা চেয়ারম্যান মো. রশীদুজ্জামান। এক সময়ের সিপিবির এই রাজনীতিক লবণ পানিতে ঘেরবিরোধী আন্দোলনের নেতা হিসেবে পরিচিত।
প্রতিবেদনটি তৈরিতে সহযোগিতা করেছেন বরিশাল ব্যুরো থেকে আল মামুন, জামালপুরে নিজস্ব প্রতিবেদক আতিকুল ইসলাম রুকন, খুলনা প্রতিনিধি মনিজা হাবীব, সুনামগঞ্জ প্রতিনিধি বিন্দু তালুকদার ও নরসিংদী প্রতিনিধি শাহীন মিয়া।