দার্জিলিংয়ে ঘুরতে গেলে দিতে হবে কর

আন্তর্জাতিক ডেস্ক
২৭ নভেম্বর ২০২৩, ২১:৩৩
শেয়ার :
দার্জিলিংয়ে ঘুরতে গেলে দিতে হবে কর

দার্জিলিং

ভারতের জনপ্রিয় পর্যটনস্পট দার্জিলিংয়ে ঘুরতে গেলে এখন কর গুণতে হবে পর্যটকদের। স্থানীয় মিউনিসিপাল কর্তৃপক্ষ জানিয়েছে, পর্যটকদের জনপ্রতি দৈনিক সেখানে থাকার জন্য ২০ রুপি করে কর দিতে হবে। ভারতীয় সংবাদমাধ্যম টেলিগ্রাফ ইন্ডিয়ার এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

কর্তৃপক্ষের এমন সিদ্ধান্ত নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন দার্জিলিংয়ের হোটেল ও পর্যটন ব্যবসায়ীরা। তারা বলছেন, একতরফা সেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কোনোরকম আলোচনা করা হয়নি।

আর দার্জিলিং মিউনিসিপাল কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্কার-পরিচ্ছন্নতার জন্য পর্যটকদের কাছ থেকে এই কর নেওয়া হবে। এর আগেও এই কর দার্জিলিংয়ে নেওয়া হয়েছে। ৩০ বছর ধরে এই নিয়ম চালু ছিল। মাঝের কয়েকবছর বন্ধ ছিল। তবে পরিচ্ছন্নতার খরচ অনেক বেড়ে যাওয়ায় ফের এই কর চালু করা হচ্ছে বলে জানিয়েছে তারা।

হিমালয়ান হসপিটালিটি অ্যান্ড ট্যুরিজ়ম ডেভলপমেন্ট নেটওয়ার্কের সম্পাদক সম্রাট স্যানাল বলেন, বিস্তারিত কিছুই জানি না এখন। হোমস্টে বা হোটেলের ক্ষেত্রে কী ভাবে এই নিয়ম কার্যকর করা হবে, সে বিষয়ে এখনও পুরোপুরি অবগত নই। তবে এই সিদ্ধান্ত নেওয়ার আগে সকলের সঙ্গে বৈঠক করলে হয়তো ভালো হত।