দিনেদুপুরে সন্ত্রাসীদের গুলিতে রোহিঙ্গা নিহত
কক্সবাজারের উখিয়ায় দিনেদুপুরে সন্ত্রাসীদের গুলিতে মোহাম্মদ ইউনুস (৫০) নামের এক রোহিঙ্গা নিহত হয়েছেন। আজ সোমবার বিকেল ৩টায় উখিয়ার মধিরছড়াস্থ ৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে। নিহত মোহাম্মদ ইউনুস (৫০) ওই ক্যাম্পের নুর আহমেদের ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হোসেন বলেন, ‘৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে একদল রোহিঙ্গা সন্ত্রাসী এসে এলোপাতাড়ি গুলি করতে থাকে। তখন মোহাম্মদ ইউনুস সন্ত্রাসীদের সামনে পড়লে তাকে মাথায় ও পিঠে গুলি করে হত্যা করা হয়। স্থানীয় রোহিঙ্গারা তাকে উদ্ধার করে আইওএম হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।’
মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।