আরাফাতের আসনে লড়বেন জি এম কাদের
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই আসন থেকে প্রার্থী হচ্ছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জি এম) কাদের। আসন দুটি হলো ঢাকা-১৭ ও রংপুর-৩।
আজ সোমবার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে রাজধানীর বনানীতে অবস্থিত জাপা চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান দলের মহাসচিব মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু। জাপার প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদের আসন ফাঁকা রেখে ২৮৯ আসনে প্রার্থী ঘোষণা করেছে দলটি।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
জি এম কাদের রাজধানীর গুলশান, বনানী, ক্যান্টনেমেন্ট ও ভাসানটেক এলাকা নিয়ে গঠিত ঢাকা-১৭ আসনে প্রার্থী হচ্ছেন। তার ভাই জাপার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ এ আসনের সংসদ সদস্য ছিলেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ আলী আরাফাত। তিনি উপনির্বাচনে এ আসনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?
অন্যদিকে, জি এম কাদের রংপুর-৩ আসনেও প্রার্থী হয়েছেন। এ আসনে তার ভাতিজা সাদ এরশাদ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এবার তাকে মনোনয়ন দেয়নি জাপা। আসনটিতে আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়েছেন তুষার কান্তি মন্ডল।