জাতীয় পার্টি এখন পরগাছা দলে রূপান্তর হয়ে গেছে: রাঙ্গা

অনলাইন ডেস্ক
২৭ নভেম্বর ২০২৩, ১৯:৩১
শেয়ার :
জাতীয় পার্টি এখন পরগাছা দলে রূপান্তর হয়ে গেছে: রাঙ্গা

জাতীয় পার্টি ‘পরগাছা দল’ হয়ে গেছে বলে মন্তব্য করেছেন একাদশ জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ ও দলটি থেকে বহিষ্কৃত মহাসচিব মসিউর রহমান রাঙ্গা।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে আজ সোমবার সন্ধ্যায় জাতীয় পার্টির ঘোষিত তালিকায় জায়গা না পেয়ে এক প্রতিক্রিয়া এ মন্তব্য করেন মসিউর রহমান রাঙ্গা।

লাঙ্গল না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়ে রাঙ্গা সংবাদমাধ্যমকে বলেন, ‘জাতীয় পার্টি এখন পরগাছা দলে রূপান্তর হয়ে গেছে। আওয়ামী লীগের ওপর ভর করে আর কতদিন? আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবেই নির্বাচন করব।’

আজ রাজধানীর বনানীতে অবস্থিত জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে ২৮৯ প্রার্থীর নাম ঘোষণা করেন দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু। সেই তালিকায় রংপুর-১ আসনে রাঙ্গার পরিবর্তে প্রার্থী করা হয়েছে জাপার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদ ও দলের বর্তমান চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জি এম) কাদেরের ভাতিজা এইচ এম শাহরিয়ার আসিফকে।