ঢাকায় লাঙ্গল পেলেন যারা

নিজস্ব প্রতিবেদক
২৭ নভেম্বর ২০২৩, ১৮:৪১
শেয়ার :
ঢাকায় লাঙ্গল পেলেন যারা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৮৯ আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেছে জাতীয় পার্টি (জাপা)। দেশের ৩০০ আসনের মধ্যে ঢাকা জেলায় আসন রয়েছে ২০টি। আজ সোমবার বিকেল সাড়ে ৫টায় জাপা চেয়ারম্যানের বনানীর রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা করেন দলের মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু।


ঢাকার ২০ আসনে জাপার টিকিট পেলেন যারা-

ঢাকা-১ (দোহার ও নবাবগঞ্জ) এ্যাড. সালমা ইসলাম 

ঢাকা-২ (কেরানীগঞ্জ মডেল) শাকিল আহমেদ শাকিল

ঢাকা-৩ (কেরানীগঞ্জ দক্ষিণ) মো. মনির সরকার

ঢাকা-৪ সৈয়দ আবু হোসেন বাবলা 

ঢাকা-৫ মীর আব্দুস সবুর আসুদ

ঢাকা-৬ এ্যাড. কাজী ফিরোজ রশীদ 

ঢাকা-৭ তারেক এ আদেল

ঢাকা-৮ মো. জুবায়ের আলম খান রবিন

ঢাকা-৯ কাজী আবুল খায়ের

ঢাকা-১০ হাজী মো. শাহজাহান

ঢাকা-১১ মো. সিরাজ উদ্দিন আহমেদ ও শামীম আহমেদ রিজভী

ঢাকা-১২ খোরশেদ আলম খুশু

ঢাকা-১৩ শফিকুল ইসলাম সেন্টু

ঢাকা-১৪ শফিকুল ইসলাম সেন্টু ও মো. আলমাস উদ্দিন

ঢাকা-১৫ মো. শামসুল হক

ঢাকা-১৬ মো. আমানত হোসেন আমানত

ঢাকা-১৭ গোলাম মোহাম্মদ কাদের

ঢাকা-১৮ শেরীফা কাদের

ঢাকা-১৯ (সাভার-আশুলিয়া) বাহাদুর ইসলাম ইমতিয়াজ

ঢাকা-২০ (ধামরাই) খান মো. ইসরাফিল খোকন