বিয়ের অনুষ্ঠানে স্ত্রী, মা ও বোনকে গুলি
নিজের বিয়ের দিন গুলি করে খুন করলেন স্ত্রীকে। এরপর একে একে হত্যা করলেন মা ও বোনকেও। শেষে নিজেও আত্মহত্যা করলেন। গত শনিবার থাইল্যান্ডের উত্তর-পূবাঞ্চলে এই ঘটনা ঘটে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, চতুরাং সুসুক নামে ২৯ বছর বয়সী ওই যুবক সেনাবাহিনীতে কাজ করতেন। প্যারামিলিটারি লাইট ইনফ্যান্ট্রিতে কাজ করার সময় এক বিস্ফোরণে তিনি পা হারান। পরে প্যারা অলিম্পিকে যোগ দিয়ে রৌপ্য অর্জন করেন।
আরও পড়ুন:
রোগীর পেটে জীবন্ত মাছি!
জানা গেছে, ৪৪ বছর বয়সী কাঞ্চনা পাচুনটেকের সঙ্গে তিন বছর ধরে বসবাস করে আসছিলেন চতুরাং। শনিবার বিয়ের দিন তাদের মধ্যে বাক বিতণ্ডা হয়ে বলে জানায় অনুষ্ঠানে আগত অতিথিরা। ঝগড়ার এক পর্যায়ে সেখান থেকে উঠে যান চতুরাং। এরপর লাইসেন্স করা বন্দুক এনে স্ত্রীকে হত্যা করেন। এরপর গুলি করেন তার ৬২ বছর বয়সী মা এবং ৩৮ বছর বয়সী বোনকেও। তার এলোপাতাড়ি গুলিতে আহত হন দুজন অতিথিও। তাদের মধ্যে একজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস
পুলিশ জানায়, হয়তো সেসময় ড্রাগে আসক্ত অবস্থায় ছিলেন চতুরাং। কিন্তু তার উদ্দেশ্য এখনো পরিষ্কার নয়।
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস