পশ্চিমবঙ্গে ট্রেনের ধাক্কায় তিন হাতির মৃত্যু
ভারতের পশ্চিমবঙ্গে ট্রেনের ধাক্কায় তিনটি হাতির মৃত্যু হয়েছে। আজ সোমবার সকাল ৭টা ২০ মিনিট নাগাদ আলিপুরদুয়ারে রাজাভাতখাওয়ায় এই দুর্ঘটনা ঘটে। রেললাইন পেরোনোর সময় মালবাহী এক ট্রেনের ধাক্কায় হাতিগুলোর মৃত্যু হয়।
এই ঘটনার পর তিন ঘণ্টার মতো ট্রেন চলাচল বন্ধ ছিল। আলিপুরদুয়ারের রেলকর্তা অমরজিৎ গৌতম সাংবাদিকদের বলেছেন, রেল ও বন দপ্তরের কর্মকর্তারা ঘটনাস্থল গিয়েছেন। এটা খুবই খারাপ ঘটনা। সবকিছু খতিয়ে দেখা হচ্ছে। তিনি জানিয়েছেন, চালকের মেডিক্যাল পরীক্ষা করা হয়েছে। তিনি নেশার ঝোঁকে এই কাজ করেছেন কি না, তা দেখা হচ্ছে।
আরও পড়ুন:
রোগীর পেটে জীবন্ত মাছি!
ভারতের বন ও পরিবেশ মন্ত্রণালয়ের রিপোর্ট বলছে, দেশটিতে ২০০৯-১০ থেকে ২০২০-২১ পর্যন্ত ১৮৬টি হাতি ট্রেনের ধাক্কায় মারা গেছে। সবচেয়ে বেশি মারা গেছে আসামে ৬২টি, তারপর পশ্চিমবঙ্গে ৫৭টি।
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস
ভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী হাতি যেখান দিয়ে যাতায়াত করে, সেখানে ট্রেনের গতিসীমা বেঁধে দেয়া হয়। কোথাও ঘণ্টায় ২৫ কিলোমিটার, কোথাও ৪০-৪৫ কিলোমিটার। কিন্তু সেই নিয়মও অনেকক্ষেত্রে মানা হয় না বলে অভিযোগ।
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস