তেল চুরির অভিযোগে গ্রেপ্তার আসামিদের রিমান্ডে নিল পুলিশ
দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় বাংলাদেশ-ভারত মৈত্রী পাইপলাইন ছিদ্র করে তেল চুরির অভিযোগে গ্রেপ্তার ৪ জনকে ২ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। আজ সোমবার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পুলিশ ২ দিনের রিমান্ড চাইলে আদালত মঞ্জুর করেন।
অতিরিক্ত পুলিশ সুপার অপরাধ আব্দুল্লাহ আল মাসুদ জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার আসামিরা চুরির সঙ্গে জড়িত বলে স্বীকার করেছেন। পরবর্তীকালে আরও ভালোভাবে জিজ্ঞাসাবাদের জন্য তাদের রিমান্ডে নেওয়া হয়েছে।
গ্রেপ্তার আসামিরা হলেন- চিরিরবন্দর উপজেলার উত্তর ভবানীপুর (ডাঙ্গারহাট) গ্রামের আলী উদ্দিনের ছেলে জাহাঙ্গীর আলম (২৭), পার্বতীপুর উপজেলার সোনাপুকুর গ্রামের মাজুম আলীর ছেলে মানিক শাহ (৪৫), নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলার সাশকান্দর গ্রামের মৃত তাবির উদ্দিনের ছেলে নাজমুল হক (৬৫) ও একই এলাকার ছলেমন বসু মিয়ার ছেলে আমিনুল ইসলাম (৪৮)।
জানা গেছে, গত শুক্রবার ভারতের নুমালীগড় রিফাইনারি লিমিটেড সেন্সরের মাধ্যমে বুঝতে পারে বাংলাদেশ সীমান্তে পাইপ লিকেজ হয়েছে। পরে বাংলাদেশের পার্বতীপুর অয়েল হেড ডিপোতে বিষয়টি জানালে তারা দ্রুত পাইপ লাইন চেক করতে থাকেন। এক পর্যায়ে তারা দিনাজপুর চিরিরবন্দর উপজেলার ৩ নম্বর ফতেজংপুর ইউনিয়নের চক ইসবপুর ফেরুশাডাঙ্গা এলাকায় দেখতে পান মাটি ভেজা। তখন সেখানে পুলিশের উপস্থিতিতে লাইনম্যানরা মাটি খুঁড়ে দেখতে পান তেলের পাইপ ছিদ্র করা এবং ছিদ্রটি ক্লিপ দিয়ে বন্ধ করা।
খবর পেয়ে তাৎক্ষণিক দিনাজপুর জেলা প্রশাসক শাকিল আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ কে এম শরীফুল হক, সহকারী কমিশনার (ভূমি) রুলান্ট চাকমা, চিরিরবন্দর থানা ওসি মো. বজলুর রশিদসহ বাংলাদেশ-ভারত মৈত্রী পাইপলাইনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।
এ বিষয়ে চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রশিদ বলেন, ‘তেল চুরি করতে মাটি খুঁড়ে পাইপ ফুটো করে চিকন পাইপ লাগানো হয় বলে ধারণা করা হচ্ছে। হয়তো কিছু তেল বেরও করা হয়েছে। এ ঘটনায় ওইদিন সন্ধ্যা পৌনে ৭টায় পার্বতীপুর রিসিপ টার্মিনাল অফিসার প্রবীর হীরা চিনিররবন্দর থানায় একটি মামলা দায়ের করেছেন।’
উল্লেখ্য, কম খরচে এবং কম সময়ে ভারত থেকে জ্বালানি তেল সরবরাহের জন্য এই পাইপলাইনটি নির্মাণ করা হয়। চলতি বছর ১৮ মার্চ দুই দেশের প্রধানমন্ত্রী ভার্চুয়ালি পাইপলাইনে তেল আমদানি কার্যক্রমের উদ্বোধন করেন। ভারতের শিলিগুড়ির নুমালীগড় রিফাইনারি লিমিটেড থেকে শুরু হওয়া ১৩১ দশমিক ৫৭ কিলোমিটার দীর্ঘ এই পাইপ লাইন শেষ হয়েছে দিনাজপুরের পার্বতীপুর বিপিসি রেলহেড ডিপোতে। পাইপলাইনটির বাংলাদেশ অংশের পরিমাণ ১২৬ দশমিক ৫৭ কিলোমিটার এবং ভারত অংশে ৫ কিলোমিটার।