তিন সন্তানকে হত্যার পর থানায় গেলেন বাবা

আন্তর্জাতিক ডেস্ক
২৭ নভেম্বর ২০২৩, ১৩:৩৪
শেয়ার :
তিন সন্তানকে হত্যার পর থানায় গেলেন বাবা

নিজের তিন মেয়ে শিশুকে হত্যার পর থানায় হাজির হয়েছেন ব্যক্তি। গতকাল রবিবার তিনি তিন সন্তানকে হত্যার কথা স্বীকার করেছেন। এ ঘটনা ফ্রান্সের। দেশটির প্রসিকিউটর ও পুলিশ সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে খালিজ টাইমস। 

স্থানীয় এক সরকারি প্রসিকিউটর বলেছেন, ‘অভিযুক্ত ব্যক্তি ৪১ বছর বয়সী। তিনি উত্তরের উপকূলীয় শহর ডিপ্পে থানায় রিপোর্ট করতে এসেছিলেন যে, তিনি তার তিন সন্তানকে হত্যা করেছেন।’ 

প্রতিবেদনে বলা হয়েছে, প্যারিসের দক্ষিণ-পূর্ব শহরতলির আলফোর্টভিলে শহরে ওই ব্যক্তির বাড়িতে পুলিশ তিন শিশুকে মৃত অবস্থায় পায়। তাদের এক জনের বয়স চার বছর, আরেকজনের ১০ বছর এবং তৃতীয়জনের ১১ বছর।  

পুলিশের একটি সূত্র জানিয়েছে, দুই শিশুকে ছুরি দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। তাদের লাশ একটি আবরণ দিয়ে ঢেকে রাখা হয়েছিল। তৃতীয়জনের লাশ রাখা হয় সোফায়। ইতিমধ্যে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। এ নিয়ে আরও তদন্ত চলছে।