কিশোরীকে অপহরণের অভিযোগে বাবা-ছেলেকে গ্রেপ্তার

নওগাঁ প্রতিনিধি
২৭ নভেম্বর ২০২৩, ১৩:১৫
শেয়ার :
কিশোরীকে অপহরণের অভিযোগে বাবা-ছেলেকে গ্রেপ্তার

কিশোরীকে অপহরণের অভিযোগে নওগাঁর ধামইরহাট থেকে নাঈম হাসান ও তার বাবা আবু বক্কর ছিদ্দিককে (৫০) আটক করেছে র‌্যাব-৫। গতকাল রবিবার রাত ৯টায় উপজেলার আমাইতারা বাজার থেকে তাদের আটক করা হয়। পরে রাজধানীর খিলগাও থানায় করা পূর্বের একটি অপহরণ মামলায় তাদেরকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

আজ সোমবার সকালে জয়পুরহাট র‌্যাব-৫ ক্যাম্পের কোম্পানি কমান্ডার শেখ সাদিক এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন।

র‌্যাব জানায়, মাদারীপুর জেলার শিবচর উপজেলার সুমন মিয়া পরিবারসহ ঢাকার খিলগাঁও থানার দক্ষিণ গোড়ান এলাকায় ভাড়া থাকতেন। তার মেয়েকে (১৬) গত ১০ নভেম্বর দুপুর ৩টার দিকে বাসার পাশের রাস্তা থেকে নাঈম হাসান নামের এক যুবক তুলে নিয়ে যান।

র‌্যাব আরও জানায়, ঘটনার ১৬ দিন পর খিলগাও থানায় ভিকটিমের বাবা সুমন মিয়া একটি অপহরণের মামলা করেন। মামলা পর তথ্য প্রযুক্তির সহায়তায় ভিকটিম ও অপহরণকারীর অবস্থান জানার পর গোপন সংবাদে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে তাদেরকে খিলগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে।