কক্সবাজারের চারটি আসনের একটিতে নৌকার নতুন মুখ
কক্সবাজারের চারটি সংসদীয় আসনে মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ। এর মধ্যে সাবেক তিনজনকে বহাল রেখে শুধু কক্সবাজার এক আসনে নতুন প্রার্থী দেওয়া হয়েছে। চকরিয়া-পেকুয়া আসন নিয়ে গঠিত কক্সবাজার ১ আসনে বর্তমান সংসদ সদস্য জাফর আলমের পরিবর্তে কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সালাউদ্দিন আহমেদ সিআইপির নাম ঘোষণা করা হয়।
নৌকা প্রতীকের প্রার্থীদের নাম ঘোষণার পরপরই কক্সবাজার জেলার বিভিন্ন স্থানে আনন্দ মিছিল করে তাদের সমর্থক ও দলের সাধারণ নেতাকর্মীরা।
চকরিয়াতে মনোনয়ন বঞ্চিত হয়ে বিক্ষোভ মিছিল করেছে বর্তমান সংসদ সদস্য জাফর আলমের সমর্থকরা।
কক্সবাজার ৩ (সদর-রামু-ঈদগাহ) আসনে মনোনয়ন পেয়েছেন বর্তমান সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল। কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের বর্তমান সংসদ সদস্য জাফর আলম দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার বহর থেকে ছিটকে পড়েছেন। তার স্থলে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সালাহউদ্দিন আহমদ। কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনে বর্তমান সংসদ সদস্য আশেক উল্লাহ রফিককে মনোনয়ন দেওয়া হয়েছে। যদিও মহেশখালীর জনসভায় এসে আশেক উল্লাহ রফিককে সবার হাতে তুলে দিয়েছিলেন খোদ প্রধানমন্ত্রী।
কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আশেক উল্লাহ রফিক সাবেক আওয়ামী লীগ নেতা মরহুম অ্যডভোকেট রফিক উল্লাহর ছেলে। বহুল আলোচিত কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনে আবারো মনোনয়ন পেয়েছেন আলোচিত সাবেক সাংসদ আব্দুর রহমান বদির স্ত্রী শাহীন আক্তার।
২৬ নভেম্বর বিকাল ঢাকায় আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে কক্সবাজারসহ সারাদেশের দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ সময় মনোনয়ন প্রত্যাশীসহ হাজার হাজার নেতাকর্মী কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত ছিলেন। সদর আসনে সাংসদ কমলের মনোনয়ন প্রাপ্তিকে কক্সবাজার এবং রামুতে তাৎক্ষণিক আনন্দ মিছিল ও মিস্টি বিতরণ করেছে তার সমর্থক দলীয় নেতাকর্মীরা।
এদিকে মহেশখালী কুতুবদিয়া আসনে অনেকটা নিশ্চিত ছিল দলীয় মনোনয়ন পাচ্ছেন বর্তমান সাংসদ আশেক উল্লাহ রফিক। তাই সর্বশেষ রবিবার আশেক উল্লাহ রফিকের নাম ঘোষণা হওয়ার পর থেকে এলাকায় আনন্দ মিছিল ও মিস্টি বিতরণ চলছে বলে জানান মহেশখালী উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক ছৈয়দুল কাদের।
এদিকে বহুল আলোচিত উখিয়া টেকনাফ আসনে বর্তমান সংসদ সদস্য শাহীন আক্তার এমপিকে আবারও প্রার্থী ঘোষণা করায় বদি ঘরানার নেতাকর্মীদের মাঝে আনন্দ উল্লাস চলছে বলে জানা গেছে।
এদিকে চকরিয়া পেকুয়া আসনে সাংসদ জাফরের পরিবর্তে সেখানে অধিকতর ক্লিন ইমেজের সালাউদ্দিন আহমেদকে মনোনয়ন দেওয়ায় চকরিয়া পেকুয়ার সর্বস্থরের শান্তিপ্রিয় মানুষ খুশি হয়েছেন বলে জানান চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মেজবাহ উদ্দিন। মনোনয়ন বঞ্চিত হয়ে বিক্ষোভ মিছিল করেছে বর্তমান সংসদ সদস্য জাফর আলমের সমর্থকরা। আবার পুরো জেলায় আনন্দ মিছিল করেছে নৌকা পাওয়া বর্তমান সংসদ সদস্যদের সমর্থক ও দলের নেতা কর্মীরা।