ঢাকার আজ কোথায় কী আয়োজন

অনলাইন ডেস্ক
২৭ নভেম্বর ২০২৩, ০৮:৪৭
শেয়ার :
ঢাকার আজ কোথায় কী আয়োজন

প্রতিদিন রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তে আয়োজন করা হয় নানা ধরনের কর্মসূচি। এর মধ্যে শিল্প-সংস্কৃতি, রাজনীতি অথবা রাষ্ট্রীয় অনুষ্ঠান অন্যতম। প্রতিদিন সকালে জেনে নিন কোথায় কী আয়োজন।

আজ সোমবার ঢাকার কোথায় কী আয়োজন রয়েছে, চলুন একনজরে দেখে নেওয়া যাক-

প্রধানমন্ত্রীর কর্মসূচি:

প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠক। 

সম্মিলিত ইসলামী ঐক্যজোটের কর্মসূচি:

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যোগদানের ঘোষণা উপলক্ষে দুপুর ১২টায় জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে সংবাদ সম্মেলন।

অ্যাডভোকেট কামরুল ইসলামের কর্মসূচি:

বিকেল ৩টায় কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগ কার্যালয়ে কর্মিসভা। 

জাতীয় পার্টির কর্মসূচি:

বিকেলে ৪টায় জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানী কার্যালয়ে জাতীয় নির্বাচনে দলীয় চূড়ান্ত প্রার্থীর নাম ঘোষণা।

ডিএমপির প্রেস ব্রিফিং:

সোশ্যাল মিডিয়ায় অভিনব কায়দায় কোটি টাকা স্ক্যামিংয়ের অভিযোগে রোমান্স স্ক্যামারকে গ্রেপ্তারের বিষয়ে দুপুর ১২টায় ডিএমপি মিডিয়া সেন্টারে ব্রিফ করবেন অতিরিক্ত পুলিশ কমিশনার (সিটিটিসি) মো. আসাদুজ্জামান, বিপিএম-বার।

বাংলাদেশ আ. লীগের কর্মসূচি:

শহীদ ডা. শামসুল আলম খান মিলন দিবস উপলক্ষে সকাল ৯টায় ঢাকা মেডিকেল কলেজ চত্বরে ডা. শামসুল আলম খান মিলনের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবে বাংলাদেশ আওয়ামী লীগ।